ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বই আলোচনা

ছড়ার দেশে: সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৫

ইসরাত নাজিয়া

দীলরুবা ফেরদৌসের প্রথম একক ছড়ার সংকলন ‌‘ছড়ার দেশে’ শুধু শিশুতোষ ছড়ার বই নয়; বরং এটি আমাদের সমাজ, সভ্যতা ও আর্থসামাজিক বাস্তবতার এক নির্মোহ, তীক্ষ্ণ ও প্রাণবন্ত প্রতিবিম্ব। ছড়াকার নিজের দক্ষতায় প্রতিটি ছড়াকে এমনভাবে সাজিয়েছেন, যা পাঠকের মনে জাগিয়ে তোলে জীবন্ত দৃশ্যকল্প—কখনো হাস্যরস, কখনো তীক্ষ্ণ ব্যঙ্গ, কখনো বা মানবিক বোধের গভীর স্পর্শ।

ছড়া তার স্বভাবগত বৈশিষ্ট্যে সময়ের কেন্দ্রবিন্দুকে ছুঁয়ে থাকে। মানুষের প্রাত্যহিক জীবন, প্রকৃতি, সমাজ—এসবই ছড়ার রসদ। এই সংকলনের ছড়াগুলোও ঠিক তেমনই। ‘আয়নার আড়ি’, ‘গেছো ভূত’, ‘শীতের দিনে’—প্রতিটি ছড়াতেই লেখক তুলে ধরেছেন সমকালীন বাস্তবতার ছবি। কখনো আনন্দময়, কখনো ব্যঙ্গাত্মক, কখনো বেদনার্ত—তবুও সব সময় তীক্ষ্ণ ও ভাবনাসঞ্চারী। পাঠকের মনে যে আলোড়নের সৃষ্টি হয়, তা একদিকে বাস্তবের প্রতিচ্ছবি, অন্যদিকে মানুষের অন্তর্জগতকে চিনতে ও বুঝতে সাহায্য করে।

শৈল্পিক গঠন, ভাষার সহজ-সুন্দর প্রবাহ এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি—সব মিলিয়ে বইটি শিশু ও প্রাপ্তবয়স্ক—উভয়ের জন্যই সমানভাবে পাঠযোগ্য। ছোটদের জন্য শিক্ষণীয় ও রুচিশীল আনন্দের উৎস হওয়া যেমন সত্য; তেমনই বড়দের জন্যও এটি সমাজ-চেতনার নতুন জানালা খুলে দেয়। পরিবার, বিদ্যালয় কিংবা পাঠচক্র—সবক্ষেত্রেই বইটি শিশুদের সুন্দর মনন গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুন
বেদনার জায়নামাজ: জীবনের গভীর জিজ্ঞাসা 
মীরার গ্রামের বাড়ি: অনন্য পারিবারিক উপন্যাস 

দীলরুবা ফেরদৌস ১৯৮৬ সালের ১৪ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি আজিজুল হক কলেজে পড়াশোনা শেষে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে বগুড়ার গাবতলীর সৈয়দ আহমদ কলেজের প্রভাষক।

শিক্ষকতার পাশাপাশি তার সাহিত্য সাধনা চলমান। শিশুদের জন্য লেখা ‘ছড়ার দেশে’ তার প্রথম একক ছড়ার বই, যা সমাজ-সচেতনতা, মননশীলতা এবং রুচিসম্মত সৃজনশীলতার পরিচায়ক। আশা করি বইটি সবার ভালো লাগবে। আমি বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করছি।

বইয়ের নাম: ছড়ার দেশে
ছড়াকার: দীলরুবা ফেরদৌস
প্রকাশক: নব সাহিত্য প্রকাশনী
প্রকাশকাল: বইমেলা ২০২৫
প্রচ্ছদ ও অলঙ্করণ: কারুধারা
মূল্য: ২০০ টাকা।

লেখক: শিক্ষার্থী, ইসলামি বিশ্ববিদ্যালয়।

এসইউ

আরও পড়ুন