ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

তরুণ কবি ফাইহানের ‘শিল্পীর বুকে আঁধার’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৪ মার্চ ২০২২

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ফাইহানের কবিতার বই ‘শিল্পীর বুকে আঁধার’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

ফাইহান পেশাগত জীবনে তিনি চিকিৎসক হলেও সাহিত্যচর্চা করে যাচ্ছেন অবিরাম। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ২৫ নম্বর প্যাভিলিয়নে।

কাব্যগ্রন্থটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইমেলা থেকে বইটি ২৫% ছাড়ে সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া রকমারি ডটকম থেকে বইটি সংগ্রহ করা যাবে।

বইটি সম্পর্কে কবি বলেন, ‘কবিতা ছড়িয়ে পড়বে দিকে দিকে। মানুষের হৃদয় হবে কবিতার মত অনুপম সুন্দর। এমনই বিশ্বাস আমার।’

এসইউ/জেআইএম

আরও পড়ুন