বইমেলায় হাবিবুর রহমান রোমেলের ‘গল্পচ্ছল’
বইমেলায় এসেছে সাহিত্যিক হাবিবুর রহমান রোমেলের ‘আসলে গল্প নয়, অগল্পও নয়। এ নিতান্তই গল্প করার ছল—গল্পচ্ছল’।
বইটি সম্পর্কে লেখক জানান, বইটিতে মাস্তান থেকে মেথর, চিকিৎসক থেকে ড্রাইভার— বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা রয়েছে। নেশাখোর এসেছে, এসেছে ব্রোথেলে প্রেমেপড়া প্রেমিকের অভিব্যক্তিও। আর সবচেয়ে বেশি চেষ্টা হয়েছে আমাদের যৌবন প্রাক্কালের নানা ঘটনার বয়ান দেওয়ার।
এ বইয়ে গল্প খুঁজতে গেলে ‘ঠগ বাছতে গাঁ উজাড়’-এর মতো কাণ্ড ঘটবে। লেখাগুলোতে গল্পের আবহ তৈরির একধরনের আয়োজন আছে গ্র্যান্ডফাদার-গ্র্যান্ডমাদাররা গল্প শুরুর আগে যেমনটা করতেন। তবে অনেকের কাছে এগুলো নিতান্তই পার্ট অব জোকস মনে হবে। যাই হোক এ গল্পচ্ছলগুলো শুধুই প্রাপ্তমনস্কদের জন্য।
বাংলা জার্নালের ২৮৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ‘গল্পচ্ছল’।
এইচএস/এমএএইচ/এএসএম