ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় আল মাহমুদের নতুন কবিতার বই

প্রকাশিত: ০৭:২২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

দেশের প্রধান কবি আল মাহমুদের নতুন কবিতার বই এসেছে বইমেলায়। বইয়ের নাম `তোমার গন্ধে ফুল ফুটেছে`। বইটি প্রকাশ করেছে বই কারিগর, পরিবেশক সাহস পাবলিকেশন্স। আগ্রহী পাঠকেরা বইটি কিনতে চাইলে যেতে হবে বইমেলার ষ্টল নং ২৬৫- (সোহরাওয়ার্দী উদ্যান) ও কালের ধ্বনি, বাংলা একাডেমী প্রাঙ্গণ (লিটলম্যাগ চত্বর)- এ। প্রচ্ছদ করেছেন হামিদুল ইসলাম। বইটির মূল্য ১০০ টাকা।

এইচএন/এমএস