ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় মুনতাসীর মামুনের ‘একাত্তরের বন্ধু যারা’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২

প্রকাশিত হয়েছে শিক্ষাবিদ ও গবেষক ড. মুনতাসীর মামুনের বই ‘একাত্তরের বন্ধু যারা’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বইটি আসে অমর একুশে গ্রন্থমেলায়। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়েছে।

বইটি সম্পর্কে লেখক বলেন, আজ থেকে দশ বছর আগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পৃথিবীর সিভিল সমাজের অবদান নিয়ে লেখা শুরু করি। আসলে বিশ্বের সাধারণ মানুষ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ সমর্থন করে নিজ নিজ দেশের ওপর চাপ সৃষ্টি না করলে যুদ্ধ দীর্ঘায়িত হতো। আমরা মুক্তিযুদ্ধের এ দিকটি উপেক্ষা করেছি।

তিনি বলেন, ১৯৭২ সাল থেকে ইতিহাসের ক্ষেত্রে যে বয়ানটি প্রাধান্য পেয়েছে তা হলো বিজয়। ১৬ ডিসেম্বর আমাদের কাছে স্বাধীনতা পাওয়ার দিন হিসেবে চিহ্নিত নয়। বিজয় দিবস হিসেবে চিহ্নিত। এর কারণ আছে। বাঙালিরা ১৯৭১ সালের আগে শুদ্ধ বিজয় কখনও দেখেনি। বরং তাদের ওপর ভীরু জাতির তকমা চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বিজয় মানুষকে গর্বিত করেছে ও মুক্তিযোদ্ধারাই মুখ্য হিসেবে পরিগণিত হয়েছেন। উপেক্ষিত হয়েছে মুজিবনগর (বাংলাদেশ সরকার) সরকার, গণহত্যা-নির্যাতন, হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের কর্মকাণ্ড, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অবরুদ্ধ দেশের মানুষের অসম সাহসিক প্রতিরোধ, বিশ্বের সিভিল সমাজ প্রভৃতি। এগুলো বাদ দিয়ে যুদ্ধের ওপর গুরুত্বারোপ করলে সে ইতিহাস একপেশে হয়ে যায়।

বইটির বিষয়ে জানতে চাইলে ড. মুনতাসীর মামুন জাগো নিউজকে বলেন, এটি আমার চতুর্থ বই। শুধু বিজয়ী দেশ হিসেবেই নয়, মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশ আমাদের সহায়তা করেছে। এসব বিষয়গুলো উঠে এসেছে। আমি মনে করি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।

এমআইএস/একেআর/জেআইএম