ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় আবু জাফর খানের দ্বি-ভাষিক কবিতার বই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৪০ এএম, ১১ মার্চ ২০২২

অমর একুশে বইমেলায় এসেছে আবু জাফর খানের ‘ILLUSIVE PRIMEVAL STONES-প্রত্নপাথর মায়া’। বইটি BILINGUAL ENGLISH BANGLA EDITION-এর কবিতাগ্রন্থ।

এতে কবির ১০০টি কবিতা বাংলাসহ ইংরেজিতে অনুসৃজন করে সংকলিত করা হয়েছে। কবিতাগুলো অনুসৃজন করেছেন কবি যুবক অনার্য, কবি কুশল ভৌমিক, কবি প্রত্যুশা সরকার (ভারত) ও কবি শহিদুল ইসলাম নিরব।

এটি কবির দশম কবিতাগ্রন্থ ও একুশতম গ্রন্থ। কবিতাগ্রন্থটি প্রকাশ করেছে পোয়েম ভেইন পাবলিশার্স। কবিতাগ্রন্থের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সোহেল আশরাফ খান। পাওয়া যাচ্ছে জিনিয়াস পাবলিকেশন্সের ১০ নম্বর প্যাভিলিয়নে।

বই সম্পর্কে আবু জাফর খান বলেন, ‘আমার পেশা ডাক্তারি হলেও নেশা শিল্প-সাহিত্য নিয়ে কাজ করা। বইটি আমার লেখা ৩৫ বছরের ৯টি কবিতাগ্রন্থ থেকে বাছাই করা ১০০টি কবিতার বাংলা-ইংরেজি সংকলন।’

আবু জাফর খান বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বর্তমানে স্বাস্থ্য বিভাগে ডেপুটি সিভিল সার্জন পদে কর্মরত। তিনি আন্তর্জাতিক অনলাইন সাহিত্য পত্রিকা পোয়েমভেইন.কমের সম্পাদকীয় মণ্ডলীর সভাপতি ও বাংলাদেশ কবিতা মঞ্চের সভাপতি।

তার প্রকাশিত গ্রন্থের মধ্যে বেশ ক’টি উপন্যাস এবং কাব্যগ্রন্থ দেশে এবং দেশের বাইরে বাংলাভাষী পাঠকের মাঝে সাড়া জাগায়। ছাত্রজীবন থেকেই তার লেখালেখি শুরু। এ পর্যন্ত ২১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

এসইউ/জিকেএস

আরও পড়ুন