বইমেলায় জানা অজানার রহস্যপুরী
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ও কলামিস্ট এস এম মুকুলের নতুন বই ‘জানা অজানার রহস্যপুরী’। বইটি প্রকাশ করেছে পুঁথি নিলয়। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের ৪৬৭ ও ৪৬৮ নম্বর স্টলে।
লেখকের বিগত সময়ে প্রকাশিত- প্রেম কাহানি, জীবন সূত্র, বিজনে বিজ্ঞান, বহুমাত্রিক হুমায়ূন আহমেদ, সাদা মনের কালো মানুষ- নেলসন মেন্ডেলা, ক্যারিয়ার সাফল্য, সাংবাদিকতায় ক্যারিয়ার, সামাজিক পুঁজিসহ আরো বই পাওয়া যাবে মিজান পাবলিশার্সের ২০৫-২০৬-২০৭ নম্বর স্টলে।
এসইউ/এআরএস/এমএস