ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় ব্যাংকার মো. তাবারক হোসের ভুঁঞার ‘আঁধারের ঋণ ও অন্যান্য’

প্রকাশিত: ১১:০৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

মফস্বল এলাকার একটি বিশ্ববিদ্যালয় কলেজ। ত্রিশ পয়ত্রিশ জন ছাত্র-ছাত্রীসহ একটি শ্রেণিকক্ষ। ক্লাস চলছে। এমন সময় অতি সাধারণ পোশাকে একটি খাতাসহ ক্লাসে প্রবেশ করে শিশির। কনা ফিক করে হেসে দেয়। বিদ্রুপের হাসি। এভাবে গল্প এগিয়ে যায়। এই কণা তার জন্মদিনে উদাসীন ভাবে অপেক্ষা করে শিশিরের জন্য। এরপর দুজন দুজনকে কি যেন বলতে চায়। কিন্তু পারছে না। তবে কণা এক পর্যায়ে বলে, এই যে তোমাকে পেয়েছি।   

এভাবেই নানা চরিত্র, প্রেম আর ঘটনা ওঠে এসেছে ‘আঁধারের ঋণ ও অন্যান্য’ বইটিতে।

ব্যাংকার ও সাবেক বিমানবাহিনী কর্মকর্তা মো. তাবারক হোসের ভুঁঞা লিখেছেন বইটি। বইটি প্রকাশ করেছে পুথিনিলয় প্রকাশনী। দাম ১৫০ টাকা। বই মেলায় প্রকাশনার স্টলে পাওয়া যাচ্ছে বইটি।   

তাবারক হোসের ভুঁঞা বাংলাদেশ বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। অবসর নিয়েছেন উইং কমান্ডার হিসেবে। স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে।

লেখক জানান, আত্ববিশ্বাসের অভাব আমার কোনদিনই ছিল না। এই প্রথম একটি গল্পের বই লিখতে গিয়ে আত্ববিশ্বাসের অভাব অনুভব করেছি। তবে আমার শুভাকাঙক্ষীদের উৎসাহ ও অনুপ্রেরণায় সাহস করে লিখেই ফেললাম এই বইয়ের পান্ডুলিপি।

তিনি জানান, বইটিতে ১০টি গল্প আছে। বিচারের মানদণ্ডে গল্পগুলো সাহিত্যে কর্মের মধ্যে পড়ে কি না জানি না, তবে পাঠকের ভালো লাগলে, লাগতেও পারে। কারণ এরই মধ্যে আমার বেশ কয়েকটি নাটক তৈরি হয়েছে এবং বিভিন্ন টেলিভিশনে দর্শকপ্রিয়তা পেয়েছে।

তাবারক হোসের ভুঁঞা মনে করেন, তার লেখা যদি পাঠকদের সামান্য আনন্দ দিতে পারে তবেই তার শ্রম স্বার্থক হবে।

বইটিতে নির্জর উপকূলে, আমার মন মন্দিরে, শিশির কণা, আধারের ঋণ, শেষ অভিনয়, তিথির চোখে জল, মেঘের কোলে সূর্য হাসে, পরশ পাথর এবং নূপুর শিরোনামে ১০টি গল্প রয়েছে।

এসএ/এসকেডি/আরআইপি