সঙ্গীত জগত তোলপাড় করছে অনুরূপ আইচের প্রেমহীনা
অনুরূপ আইচ মানেই ভিন্ন কিছু চমক- এমন একটা প্রচলন রয়েছে এদেশের বিনোদন জগতে। বিশেষ করে গীতিকার হিসেবে তিনি অপ্রতিদ্বন্ধী। নাট্যকার হিসেবে খ্যাতি রয়েছে তার। দুই বাংলার বিভিন্ন জনপ্রিয় পত্রিকায় নিয়মিত গল্প লিখেও পাঠকপ্রিয়তা পেয়েছেন তিনি। অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তার লেখা নতুন উপন্যাস `প্রেমহীনা`। বইটি প্রকাশের পর থেকেই এদেশের সঙ্গীতাঙ্গন জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ, বাংলাদেশের সংগীত জগত তথা আমাদের অডিও ব্যাবসা ধ্বংসের আড়ালের ঘটনা এবং এর সঙ্গে জড়িত কয়েকজন ব্যান্ডশিল্পীর বিতর্কিত ভূমিকা নিয়ে অনুরূপ আইচ গড়ে তুলেছেন `প্রেমহীনা` উপন্যাসের পটভূমি। রয়েছে সঙ্গীত জগতের জটিল ষড়যন্ত্রের উপাখ্যান। কিছু ব্যান্ডতারকাদের খ্যাতির সাথে ড্রাগ, নারী, বকধার্মীকতা, আন্তর্জাতিক গডফাদারদের সঙ্গে ইয়াবার ব্যাবসা কিংবা বিদেশের স্বার্থে অডিও পাইরেসী করে দেশের অডিও ব্যাবসা ধ্বংসের সূত্রপাত করা- সব মিলিয়ে মাথা ঘুরিয়ে দেয়ার মতোই এডভেঞ্চারাস সব ঘটনা।
ইতোমধ্যে মিউজিক ইন্ডাস্ট্রির একজন অডিও মালিক নাম না জানানোর শর্তে জানিয়েছেন, `প্রেমহীনা উপন্যাসে ছদ্মনামের চরিত্রগুলো আসলে আমাদের অতি চেনাজানা ব্যান্ডতারকা কিংবা সঙ্গীত পরিচালকেরা। এই উপন্যাস পড়লে যে কেউ চিনে ফেলবেন উপন্যাসের সেই চরিত্রগুলো বাস্তবে কারা। কোন ব্যান্ডশিল্পীরা অতীতে অডিওতে গান করেছিলেন মদ, গাজা, ইয়াবাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অথবা কোন কোন ব্যান্ডশিল্পী অতীতে জোটবদ্ধ হয়ে অডিও ব্যাবসা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেস্টা করেছিলো- এ রকম অডিও ইন্ডাস্ট্রির আরো অনেক ঘটনা উঠে এসেছে প্রেমহীনা উপন্যাসে।
উপন্যাসটি লেখক অনুরূপ আইচ তার কল্পনার ফসল হিসেবে দাবী করলেও এদেশের সঙ্গীত জগতের বেশির ভাগ মানুষের ভাষ্য অন্যরকম। তাদের অনেকেই বলছেন, প্রেমহীনা উপন্যাসের চরিত্রগুলো বাস্তবে রয়েছে নামীদামী তারকার বেশে। তারা সুবিধাভোগী সবসময়। দেশের চেয়ে তারা ব্যক্তি স্বার্থে এদেশের অডিও শিল্পে অন্ধকার নামিয়েছিলেন। উল্লেখ্য, অনুরূপ আইচের প্রেমহীনা উপন্যাসটি পাওয়া যাচ্ছে বইমেলার ১০৯ নম্বর স্টল প্রিয়মুখ প্রকাশনীতে। ইতিমধ্যে প্রেমহীনা উপন্যাসটি ভালো বিক্রি হচ্ছে বলে জানালেন প্রিয়মুখ প্রকাশনীর কর্ণধার আহমেদ ফারুক।
বইটি প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, শুনেছি প্রেমহীনা উপন্যাসটি প্রকাশের পর থেকে ভালো সাড়া ফেলেছে। সঙ্গীত জগতের বেশির ভাগ পাঠক ফোন করে এই উপন্যাসের প্রসংসা করেছেন। অনেকে আবার আমাকে ফোন করে হুমকি দিয়েছেন, উপন্যাসের আড়ালে আমি অডিওর সঠিক ইতিহাস তুলে ধরেছি বলে। তবে আমি এটুকু বলতে পারি, `প্রেমহীনা` কেউ একবার পড়লে তিনি বইটি আরো একাধিক জনকে পড়তে উৎসাহ দেবেন।
এইচএন/আরআইপি