ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

জবি উপাচার্যের গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যাপক ড. মীজানুর রহমান রচিত ‘বাজারজাতকরণ : দর্শন ও প্রযুক্তির অব্যবসায়িক প্রয়োগ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়  বাংলা একাডেমি’র নজরুল মঞ্চে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়।

গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

এসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যাবস্থাপনা শাখার অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামন প্রমুখ।
 
উল্লেখ্য গ্রন্থটি মেরিট ফেয়ার প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৩০৩ ও ৩০৪ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

এছাড়াও তার রচিত ‘বাজারজাতকরণ’, ‘স্নাতক বাজারজাতকরণ’, ‘বাজারজাতকরণ নীতিমালা’ ও ‘বাজারজাতকরণ (সহজ সংস্করণ)’ ইত্যাদি পুস্তক এদেশের মার্কেটিং ছাত্র-শিক্ষকদের বহুল ব্যবহৃত পাঠ্যবই।

সুব্রত মণ্ডল/এসকেডি/আরআইপি