ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় ‘মুক্তিযুদ্ধের স্মৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

একুশের গ্রন্থমেলায় বীর মুক্তিযোদ্ধা ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচলাক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘মুক্তিযুদ্ধের স্মৃতি’ মোড়ক উন্মোচন করা হয়েছে।
 
বাংলা একাডেমির নজরুল মঞ্চে শুক্রবার একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় প্রথিতযশা কবি, লেখক এবং সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।
 
বইটিতে ড. হায়দার আলী মিয়া কিশোর বেলায় যুদ্ধের ময়দানে নিজের অভিজ্ঞতাসহ জানা-অজানা বিভিন্ন ঘটনাবলি বর্ণনা করেছেন।
 
গ্রাফোসম্যান পাবলিকেশন কর্তৃক প্রকাশিত স্মৃতি গন্থটি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ২৯৭ ও ২৯৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
 
এসআই/এসএইচএস/আরআইপি