ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

আসছে সালমান হাবীবের ‘কবি তার কবিতার’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ০২ নভেম্বর ২০২৩

প্রকাশিত হতে যাচ্ছে কবি সালমান হাবীবের কবিতার বই ‘কবি তার কবিতার’। বইটি প্রকাশ করছে পুনশ্চ পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন আহমাদ বোরহান।

প্রকাশক জানান, বইটির মূল্য রাখা হয়েছে ২২০ টাকা। এরই মধ্যে প্রি-অর্ডার শুরু হয়েছে। নভেম্বরের মাঝামাঝি পাঠকের হাতে পৌঁছে যাবে বইটি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কবিতার বই ‘হাসিনা কাব্য’ 

সালমান হাবীব বলেন, ‘কবিদের দুঃখকে মানুষ দুঃখ মনে করে না। মনে করে কবিতার কথা। ব্যক্তিগত ব্যথা বেদনাকে ভাবে নিরেট কবিতা। আশা করি বইয়ের কবিতাগুলো পাঠকের ভালো লাগবে।’

সালমান হাবীবের প্রকাশিত অন্য কাব্যগ্রন্থ হচ্ছে ‘অতটা দূরে নয় আকাশ’, ‘ভালোবাসি একটি কবিতার নাম’, ‘বিরামচিহ্ন’, ‘আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ’, ‘বিষাদের ধারাপাত’, ‘আল্লাহকে ভালোবাসি’, ‘মন খারাপের মন ভালো নেই’, ‘আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে’ এবং ‘দুঃখ দুগুণে পাঁচ’।

এসইউ/জিকেএস

আরও পড়ুন