ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আমি হয়তো নিষিদ্ধ প্রেমই ভালোবাসি : শাহরুখ খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০২ নভেম্বর ২০২৫

ভারতীয় সিনেমার অন্যতম ম্যাগনেটিক এবং দীর্ঘস্থায়ী সাফল্যের প্রতীক শাহরুখ খান। ২ নভেম্বর তিনি ৬০ বছরে পা রাখলেন। ৬০ বছরেও রোমাঞ্চকর শাহরুখ খান। তার প্রাণ চাঞ্চল্য মুগ্ধ করে সবাইকে। তার জন্মদিনের এই বিশেষ উপলক্ষে গালফ নিউজ তুলে ধরেছে পুরনো একটি সাক্ষাৎকার। সেখানে শাহরুখ দাবি করেছেন, তিনি নিষিদ্ধ প্রেম ভালোবাসেন।

২০১৭ সালে নেয়া হয়েছিল সেই সাক্ষাৎকারটি। দুবাইয়ের পালাজ্জো ভার্সেসে তখন ‘জ্যাব হ্যারি মেট সেজাল’ সিনেমার প্রচার করছিছলেন শাহরুখ। সেসময়ই সাক্ষাৎকারটি দেন তিনি। সেখানে দেখা যায় শাহরুখের কৌতুকপূর্ণ মেজাজ, প্রাণবন্ত চরিত্র এবং স্বভাবজাত রোমান্টিকতার চরিত্রে ধরা দিয়েছেন।

আরও পড়ুন
শাহরুখের পোস্টারের নিচে দাঁড়িয়ে সেদিন কেঁদেছিলেন আয়ুষ্মান
শাহরুখ খানের অ্যাকশন লুকে চমক, টিজারেই কাঁপিয়ে দিলো ‘কিং’

শাহরুখ জানান, ‘আমি চিরন্তন প্রেমে বিশ্বাসী। সত্যি বলতে, আমার ছবিতে চিরন্তন প্রেমের ধারণা বিক্রি করি না। আমি নিজে এতে বিশ্বাসী। আর নিজে যা ধারণ করি না সেটা আমি প্রচারও করি না সাধারণত। নিজে প্রেম পছন্দ করি বলেই সেইসব ছবিতে তুলে ধরতে ভালো লাগে আমার।’

শাহরুখ সেই স্বপ্নদ্রষ্টা যিনি কয়েক প্রজন্মকে প্রেমে বিশ্বাস করতে শিখিয়েছেন। তিনি বলেন, ‘প্রত্যেক দম্পতিরই নিজস্ব প্রেমের সমীকরণ থাকে। তা আমাদের সংজ্ঞার সঙ্গে মিলে নাও যেতে পারে, তবু তা থাকে। সমস্যা থাকলেও মানুষ তা সমাধান করতে পারে।’

আমি হয়তো নিষিদ্ধ প্রেমই ভালোবাসি : শাহরুখ খান

৬০ বছরেও রোমাঞ্চকর শাহরুখ খান

শাহরুখ বলেন, ‘আমি নারীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা দেখি না। তিনি যা-ই করুন, যা-ই বলুন, যেভাবেই আচরণ করুন না কেন আমি প্রেমেই থাকব।’

তিনি তার নিজস্ব সিনেমার বিভিন্ন রোমান্টিক চরিত্রের উদাহরণও দেন এবং হেসে বলেন, ‘দেখুন, ‘ইয়েস বস’ ছবিতে আমি আমার বসের বান্ধবীর সঙ্গে পালাই। ‘পরদেশ’ ছবিতে আমি বিয়ের কনের প্রতি নজর দিই। ‘কাভি আলবিদা না কেহনা’-তে আমি বিবাহিত নারীর প্রতি প্রেম অনুভব করি। হয়তো আমি শুধু নিষিদ্ধ প্রেমই ভালোবাসি।’

শাহরুখ অনুষ্ঠানে দেরি করে আসেন বলে বদনাম আছে। সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এক ধরনের ‘সুপারস্টার বিশ্বাস’ আছে যে সময় তখনই শুরু হয় যখন আমি পৌঁছাই।’

আট বছর পরও শাহরুখের কথাগুলো সমসাময়িক মনে হয়। প্রেম, সিনেমা এবং দর্শকদের প্রতি তার অটল বিশ্বাস আজও তাকে বলিউডের কিং অফ রোমান্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এলআইএ/এমএস

আরও পড়ুন