শাহরুখ খানের অ্যাকশন লুকে চমক, টিজারেই কাঁপিয়ে দিলো ‘কিং’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০২ নভেম্বর ২০২৫
এমন লুকে আগে দেখা যায়নি শাহরুখকে, টিজারেই ‘কিং’ দিয়ে বাজিমাত

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। প্রকাশ করেছেন তার পরিচালিত নতুন সিনেমা ‘কিং’-এর শিরোনাম ও প্রথম ঝলক। ‘পাঠান’-এর পর শাহরুখের সঙ্গে এটি তার দ্বিতীয় যৌথ কাজ।

‘কিং’ ছবির ঘোষণা ও টিজার ঘিরে গোটা ইন্টারনেট জুড়ে চলছে তোলপাড়।

শাহরুখ খানের অ্যাকশন লুকে চমক, টিজারেই কাঁপিয়ে দিলো ‘কিং

নতুন এক শাহরুখ খানের অপেক্ষায় ভক্তরা

আরও পড়ুন
শাহরুখ খানের ৬০ বছর, শুভ জন্মদিন সুপারস্টার
কোথায় কীভাবে ৬০তম জন্মদিন পালন করবেন শাহরুখ খান

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান এক ভয়ংকর, অন্ধকারাচ্ছন্ন চরিত্রে হাজির হয়েছেন। রূপে স্টাইলে একদম ভিন্ন! চুল পাকা-রূপালি, রক্তভরা চেহারায় মুখে ধরে আছেন হার্টের কিং তাস, চোখে ভয় আর শীতলতা। দৃষ্টিতে শীতল আগুন- শাহরুখের এই রূপ আগে দেখা যায়নি কখনও। শেষদিকে হাতে থাকা হার্টের রাজা তাসটিকে ক্যামেরার দিকে ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘কতজনকে হত্যা করেছি, মনে নেই। তারা ভালো ছিল না খারাপ, জিজ্ঞেস করিনি কখনও। শুধু দেখেছি তাদের চোখে শেষ নিঃশ্বাসের অনুভব। আর আমি ছিলাম সেই কারণ। হাজার অপরাধ, শত দেশে বদনাম। দুনিয়া দিয়েছে একটাই নাম... আমি ভয় নই, আমি বিশৃঙ্খলা।’

বলার অপেক্ষা রাখে না বোল্ড লুকে শাহরুখের মুখের এই সংলাপ এখন নেট দুনিয়ার ট্রেন্ডিংয়ে। তার ভক্তরা তো বটেই, অনেক তারকাও মুগ্ধতা প্রকাশ করছেন শাহরুখকে দেখে। জানাচ্ছেন, জন্মদিনের শুভেচ্ছাও।

শাহরুখ খানের অ্যাকশন লুকে চমক, টিজারেই কাঁপিয়ে দিলো ‘কিং

অ্যাকশন দিয়ে বক্স অফিস কাঁপাতে আসছেন শাহরুখ খান

এই টিজার প্রকাশকে শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য নির্মাতা সিদ্ধার্থ আনন্দের উপহার হিসেবে দেখা হচ্ছে। তার কথায়, এটি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা ও উদযাপন। সিনেমায় কিং খানের চরিত্রটি নির্মম, ভয়ঙ্কর ও রহস্যে ঘেরা। যার নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নানা দেশে।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালে। সিনেমাটি হবে উচ্চমাত্রার অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর। সেখানে শাহরুখকে দেখা যাবে এক নতুন অবতারে। অভিনয়ের গভীরতা, মানসিক টানাপোড়েন ও রোমাঞ্চে মিশে থাকা এক ভয়ংকর রাজা হিসেবে আসবেন তিনি।

সিনেমাটির মাধ্যমে সিদ্ধার্থ আনন্দ তার অ্যাকশনধারার গল্প বলার কৌশলকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। ভক্তদের মতে, এটি শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যতিক্রমী ও স্মরণীয় চরিত্র হয়ে উঠতে পারে।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।