ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইঁদুরের গায়ে রুবেলের কামড় !

প্রকাশিত: ০৪:২০ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

দৃশ্যধারণ করতে শরীরের কতই না ঘাম ঝরাতে হয়। তবে বাংলা চলচ্চিত্রের মারকুটে নায়ক রুবেলকে এমন একটি দৃশ্যে অভিনয় করতে হয়েছে, যা শুনলেই ঘাম ঝরে যাবে। শরীর গুলিয়ে উঠবে।

শহীদুল ইসলাম খোকন পরিচালিত `বিপ্লব` ছবির ঘটনা। একটি দৃশ্যে পরিচালক নির্দেশ দিয়েছিলেন ইঁদুরের গায়ে দাঁত বসিয়ে দিতে। হ্যাঁ, রুবেল সে কাজটি করেছিলেন। তবে তিনি পরিচালকের চেয়েও এক কাঠি সরেস। কোনও রকম মার্কস না পড়েই এ কাজটির দফারফা করেন তিনি।

রুবেল বলেন, ছবিতে আমার একটি দৃশ্য ছিল যে, ইঁদুরকে কামড়াতে হবে। পরিচালক বলেছিলেন, দাঁতে স্বচ্ছ টেপ লাগিয়ে নিতে। কিন্তু আমি জোর করেই স্বচ্ছ টেপ না মেরে ইঁদুরকে কামড়ে দিয়েছিলাম।

এরকম আরও কাণ্ড করতেন রুবেল। একবার তো `লড়াই` ছবিতে সত্তর ফুট উপর থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পাশাপাশি নবীনদের উদ্দেশ্যে নিজেকে ছাড়িয়ে য‌‌‌াওয়ার পরমর্শ দেন তিনি।

রুবেল আরো বলেন, চেহারা সুন্দর হলেই নায়ক হওয়া যায় না। আমি ভাল ঘুষি মারতে পারি বলেই যে, আমি অ্যাকশন হিরো তা নয়। শুধু চেহারা, নাচ বা মারপিট জানলেই নায়ক হওয়া যায় না। নায়ক চরিত্র হচ্ছে একটা সামগ্রিক বিষয়। অভিনয় দক্ষতা থেকে শুরু করে সবকিছুতেই তাকে পারদর্শী হতে হবে।