ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সৃজিতের সঙ্গে কে এই সুন্দরী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। এতে তার সঙ্গে এক সুন্দরীকে দেখা যাচ্ছে। এটি দেখে অনেকেই বলছেন, সৃজিত বুঝি আবার প্রেমে পড়েছেন।

সৃজিতের সঙ্গে এই সুন্দরী হচ্ছে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। তারা দুজনেই প্রেমের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। এমনকি এ ধরনের খবর ছড়িয়ে পড়ায় কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন। তবে এত সহজে কি আর লোকের মুখ বন্ধ করা যায়!

দেখা গেল সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর শুভেচ্ছা জানাতে সেই সুস্মিতার সঙ্গেই ছবি শেয়ার করে নিলেন সৃজিত মুখোপাধ্যায়। আর দুজনে রীতিমতো চমকে দিয়েছেন পূজার সাজে। কোনো এক বাড়ির পূজায় তোলা হয়েছে ছবিটি। সৃজিতের গায়ে নীল রঙের পাঞ্জাবি। আর সুস্মিতাও পরেছেন নীল রঙের শাড়ি।

সৃজিতের সঙ্গে কে এই সুন্দরী

তিনটি ছবির একটিতে তাদের একে-অপরের দিকে যাকে বলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেল। মুখে দুজনেরই লাজুক হাসি। আরেকটি ছবিতে আবার সৃজিতকে দেখা গেল সুস্মিতার ছবি তুলে দিতে।

আলোচনা শুরু হয়েছিল পুরীর বিচে দাঁড়িয়ে সৃজিত ও সুস্মিতার একটি ছবিকে ঘিরে। যা সুস্মিতাই শেয়ার করে নেন। ক্যাপশন দেন, ‘স্যার আঁখো পর’। টালিউডে গুঞ্জন শুরু হয় যে, ছবির তোলার সময় দুজনে পুরীতে একান্ত সময়ও কাটিয়েছেন।

এরপর একটি সিনেমার প্রিমিয়ারে এই ব্যাপারে প্রশ্ন করা হলে সুস্মিতার কাছ থেকে জবাব আসে, ‘আমি আর কি বলব, আমরা দুজনে খুব ভালো বন্ধু, কয়েকদিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি। এরপর যারা যা কিছু বলছেন বা লিখছেন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না।’

সৃজিতের সঙ্গে কে এই সুন্দরী

আরও পড়ুন:
নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ: ফারুকী
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা

আর সৃজিত এই কথার সূত্র ধরেই বলেন, ‘এসব কথা বলা হচ্ছে দেখেই তো আমি অবাক হচ্ছি। এই সময়ে দাঁড়িয়ে একটা ছবির জন্য এত কথা…।’ তবে সৃজিত বা সুস্মিতা যতই অস্বীকার করুক, যেভাবে তারা সিনেমার প্রিমিয়ার হোক বা পূজার উদ্বোধন, সর্বত্র একসঙ্গে পৌঁছাচ্ছেন, ম্যাচিং পোশাকে সাজছেন, এটাকে বন্ধুত্বের মাপকাঠিতে ফেলতে রাজি নন নেটিজেনরা। তবে এই সম্পর্কের ভবিষ্যত সময়ই বলে দেবে।

এমএমএফ/এএসএম

আরও পড়ুন