হিরো আলমের ওপর হামলার নেপথ্যে স্ত্রী রিয়া মনি
আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি
রাজধানীর আফতাব নগরে হামলার শিকার হন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হিরো আলমের অনুসারীরা বলছেন, সেই হামলার নেপথ্যে রয়েছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি।
ওই ঘটনার পর হিরো আলম জানিয়েছিলেন, তাকে মারধর করা হয়েছে। বেশ কয়েকজন এসে তাকে মারছিল আর বারবার বলছিল, তিনি কেন নির্বাচনে দাঁড়ান। এরপর ওই ব্যক্তিরা তাকে অন্ধকারে নিয়ে গিয়ে মারধর করে ও হত্যার চেষ্টা চালায়।
আরো পড়ুন:
স্ত্রীর প্রেমিক ও নিজের প্রেমিকার নামে হিরো আলমের মামলা
হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা
ওই দিন গুরুতর আহত হন আলম। এমনকি পিটিয়ে তার স্মার্টফোনটিও ভেঙে ফেলে অভিযুক্ত আরেক কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভি। আশপাশের মানুষেরা আলমকে হাসপাতালে নিয়ে যান। ঘটনায় ম্যাক্স অভি ও হিরো আলমের কথিত প্রেমিকা কনটেন্ট ক্রিয়েটর মিথিলাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আলম। গত ৫ অক্টোবর বাড্ডা থানায় করা মামলায় ম্যাক্স অভিকে গ্রেফতার করা হয়েছে।
আরো পড়ুন
যেসব তথ্য ফাঁস করতে ঢাকা ফিরছেন হিরো আলম
তালাকের নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম
তবে হিরো আলমের অনুসারীদের একাংশ মনে করছেন, এ ঘটনার নেপথ্যে রয়েছেন আলমের স্ত্রী রিয়া মনি। তাদের ভাষ্য, কিছুদিন আগে যখন হাতিরঝিলের একটি বাসায় স্থানীয়রা ম্যাক্স অভিকে পিটুনি দেয়, তখন রিয়া মনি তাকে বাঁচাতে এগিয়ে যান। আর হিরো আলম যখন হামলার শিকার হলেন, তখন রিয়া মনি আলমকে বাঁচাতে যাননি। এমনকি তার চোখে পানিও দেখা যায়নি। এ থেকে কী বোঝা যায়?
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে রিয়া মনি বলেন, ‘আমি শুনছি, হিরো আলমের ওপর হামলার ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে। কিন্তু আমি কেন তাকে হত্যার জন্য হামলায় জড়িত থাকব? সে আমার স্বামী। আমি তাকে ভালোবেসেই বিয়ে করেছি। আইন যা প্রমাণ করবে, আমি সেটাই মেনে নেব।’
হিরো আলম বলেন, ‘আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তবে চারদিকে অনেক কিছু শোনা যাচ্ছে, তাই কিছুটা সন্দেহ হচ্ছে। হামলার দিন আমি ছিলাম আফতাবনগরে, আর সেটার কথা আমি শুধু রিয়া মনিকে জানিয়েছিলাম। এখন আমার প্রশ্ন হলো- ম্যাক্স অভি কীভাবে সেটা জানলো? পুলিশ ম্যাক্স অভিকে গ্রেফতার করেছে। আমি এ বিষয়ে মামলা করেছি। আমি চাই সত্যটা বের হয়ে আসুক। আমি পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছি-তারা যেভাবে সাহায্য চাইছে, আমি সেভাবেই সহায়তা দিচ্ছি।’
এমআই/এলআইএ/জেআইএম