ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কী আছে দর্শক মুগ্ধ করা ‘দেলুপি’ সিনেমায়

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৯ নভেম্বর ২০২৫

তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’ খুলনায় মুক্তি পেয়েছে ৭ নভেম্বর। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ছবিটি রাজধানীর সিনেপ্লেক্সেসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সরেজমিনে গিয়ে দেখা গেল গতকাল (১৮ নভেম্বর) মঙ্গলবার নারায়ণগঞ্জের সিনেস্কোপের রাতে শো হাউজ ফুল গেছে ছবিটি।

শো শেষে সাব্বির নামে একজন দর্শকের সঙ্গে জাগো নিউজের কথা হয়। সিনেমাটি নিয়ে তার ভাষ্য, ‘আমার কাছে ‘দেলুপি’ কাছে শুধু একটা সিনেমা নয়; এটা একটা অভিজ্ঞতা।’

তিনি বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও মনে হয়নি যে একটা সিনেমা দেখছি। বরং মনে হয়েছে একদম নিজের আশেপাশেই সবকিছু ঘটছে। গল্প, অভিনয়, সংলাপ, পরিবেশ- প্রতিটা অংশ এতটাই প্রাণবন্ত ছিল। চোখ সরানোর সুযোগই পাইনি। সিনেমাটার সবচেয়ে ভালো দিক হলো এর স্বাভাবিকতা। কোনো বাড়াবাড়ি নেই, কোনো কৃত্রিমতা নেই। সবকিছুই যেন খুব বাস্তব, খুব কাছের। একটা সময় পরে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এটা সিনেমা, নাকি আমার সামনেই সবকিছু ঘটছে! হাসি, আবেগ, মজা, টুইস্ট-সবকিছু এমনভাবে এসেছে যে মনটাই ভরে গেছে।’

আরও পড়ুন:
‘দেলুপি’ সিনেমাটি যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে
‘দেলুপি’র গানে শোনা গেল মান্নার কণ্ঠ
দেলুটীর মানুষেরা দেখলেন ‘দেলুপি’র প্রথম শো

৩৫ আসন বিশিষ্ট আধুনিক প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’। কোথাও যেনো কমতি নেই ‘দেলুপি’র প্রচারণায়। পাঁচজনের একটা গ্রুপ দেখতে এসেছে সিনেমাটি। তাদের একজনের সঙ্গে কথা হয় জাগো নিউজের। তিনি বলেন, ‘সিনেমাটা প্রথমে যখন দেখতে শুরু করি মনে হচ্ছিলো কোনো ‘আর্ট ফিল্ম’। একটু ধীরগতির, একটু আলাদা ধরনের। মনে হচ্ছিলো হয়তো খুব সাধারণ, খুব চেনা ধাঁচের কিছুই হবে। কিন্তু যতই ছবির ভেতরে ঢুকলাম বুঝলাম আমি পুরো ভুল ভেবেছিলাম। ছবিটা দেখতে দেখতে একটা সময় পরে মনে হলো- এ তো এক অসাধারণ অভিজ্ঞতা! গল্প যেমন, অভিনয় যেমন, পরিবেশ যেমন- সব মিলিয়ে এক নিখুঁত আবহ তৈরি করেছে।’

তিনি আরও বলেন, ‘গল্পটা এমনভাবে এগিয়েছে যে ভাষায় বোঝানো মুশকিল। ছোট ছোট মুহূর্ত, সহজ সরল কথাবার্তা, মানুষের ভেতরের অনুভূতি সবকিছু এমনভাবে জুড়ে গেছে যা দেখদে দেখতে একসময় মনে হবে, “এটাই তো আসল গল্প বলা!” পুরো সিনেমাটাই মনে দাগ কেটে যায়।’

রাতে শোয়ের বিরতির মধ্যে দেখা হয় ‘সিনেস্কোপ’ এর প্রতিষ্ঠাতা, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের সঙ্গে। তিনি নিজেও দেখতে এসেছেন ‘দেলুপি’ । বললেন, ‘সিনেমাটিা দেখে মন্তব্য করবো।’ পরে অল্প কথায় জানালেন, ‘এ ধরনের সিনেমা বেশি করে নির্মাণ হওয়া উচিত।’

কী আছে দর্শক মুগ্ধ করা ‘দেলুপি’ সিনেমায়নারায়ণগঞ্জের সিনেস্কোপে ‌‌‌‌‘দেলুপি’ দেখতে এসেছেন দর্শক

এর মধ্যে বিকেলের শোতে ‘দেলুপি’ দেখেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। তার সঙ্গে সঙ্গে কথা হয় জাগো নিউজর। তিনি বলেন, ‘আমি সিনেমা বেশি দেখি না। কিন্ত আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটা দেখা উচিত। আমার সিদ্ধান্ত ঠিক ছিল। দেশের গ্রাম পরিকল্পনা, উন্নয়ন বা পরিবর্তন নিয়ে ভাবতে হলে এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। কারণ সিনেমাটা শুধু বিনোদন দেয় না, এর ভেতরে এমন কিছু চিন্তা, অনুভূতি আর বাস্তবতা আছে যা আমাদের দেশের সমাজ, মানুষ আর ব্যবস্থাপনার অনেক গুরুত্বপূর্ণ দিক খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয়।’

গানের দল সমগীতের সদস্য অমল আকাশও বিকেলের শোতে বন্ধুদের সঙ্গে উপভোগ করেছেন ‘দেলুপি’। তার কথায় স্পষ্ট, বাংলাদেশের সিনেমা সত্যিই পরিবর্তনের পথে হাঁটছে। নতুন চিন্তা, নতুন উপস্থাপন, আর একদম আলাদা ধাঁচের গল্প এখন সিনেমায় জায়গা করে নিচ্ছে। অমল আকাশ বলেন, ‘বাংলাদেশি সিনেমা বদলে যাচ্ছে এটা বুঝতে হলে ‘দেলুপি’ অবশ্যই দেখতে হবে। এই সিনেমার ভেতরে আছে এক গভীর বাস্তবতা। মূলধারার সিনেমায় দীর্ঘদিন এটা দেখা যায়নি। আমার কাছে ভালো লেগেছে ছবিটি।’

‘দেলুপি’ সিনেমায় বিভিন্ন চরিত্রে দেলুটি ইউনিয়নের চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

এমআই/এলআইএ/এএসএম