ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

ছেলে হারানো সেই ইমামকে নিয়ে গান বাঁধলেন কবীর সুমন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

ভারতের আসানসোলের নুরানি মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল রশিদি। সম্প্রতি তিনি উপমহাদেশের সবচেয়ে নন্দিত মানুষ। সন্তান হারানোর শোককে তিনি পরিণত করেছেন সমাজে দারুণ এক দৃষ্টান্ত হিসেবে। সাম্প্রদায়িকা দাঙ্গার বিরুদ্ধে এই দৃষ্টান্ত যেন শান্ত দিঘীর পবিত্র জলের মতো প্রবাহিত হচ্ছে।

সন্তান হারানো সেই ইমামকে নিয়ে এবার গান বাঁধলেন বাংলা গানের কিংবদন্তি পুরুষ কবীর সুমন। তার কাছে ক্ষমা চেয়ে হৃদয়স্পর্শী কথায় তিনি লিখেছেন, ‘১৬ বছরের ছেলেটাকে খুন করলে ক'জনে মিলে/মুসলিম বলে এতটা ঘেন্না কটা বুকে রেখেছিলে?/ইমাম ইমদাদুল রশিদি ভারতের সম্মান/তার নামে হাত ধরাধরি করো হিন্দু-মুসলমান/ছেলে হারানোর শোকের গভীরে বাবার দীর্ঘশ্বাস/ প্রতিশোধ নয়, ইসলাম দেয় ঈশ্বর বিশ্বাস।’

এদিকে মূল ঘটনায় জানা যায়, গত মঙ্গলবার এই ইমামের ছেলে শিবতুল্লা রশিদি জাতিগত দাঙ্গায় নিহত হয়। ছেলে হারানোর বেদনা নিয়ে তিনি বলেছিলেন, ‘আমার ছেলে চলে গেছে। আমি চাই না আর কোনো পরিবার তাদের সন্তানকে হারাক। আমি চাই না আর কোনো ঘরে আগুন জ্বলুক। আমি চাই না আর কারও কোনো ক্ষতি হোক। আল্লাহ আমার সন্তানের যতদিন আয়ু রেখেছিলেন, ততদিন সে বেঁচে ছিলো। তার হত্যাকারীদের কেয়ামতের ময়দানে আল্লাহ শাস্তি দেবেন। কিন্তু আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিয়ে আর কোনো গণ্ডগোল চাই না আমি। তার প্রতিশোধ নেয়ার অধিকার কারো নেই।

যদি সত্যি আপনারা আমার ছেলেকে ও আমাকে ভালোবাসেন, তাহলে কারো ক্ষতি করবেন না এই মৃৃত্যুর শোধ হিসিবে। যা ঘটে গেছে, তা ষড়যন্ত্র ছিল। আসানসোলের সব মানুষ আসলে এমন নয়। ইসলাম আমাদের নিরীহ কোনো মানুষকে হত্যা করতে শেখায় না। ইসলাম শান্তিশৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে শেখায়।’

তার কথার অনুপ্রেরণাতেই গান বেঁধেছেন কবীর সুমন। সেই গানটির কথা এরইমধ্যে সবার মনকে ছুঁয়ে গেছে। প্রচুর শেয়ার হচ্ছে ফেসবুক-টুইটারে।

এলএ/আরআইপি

আরও পড়ুন