ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুভর কণ্ঠে ভালোবাসার গান ‘এই শহরে’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাইফ শুভ। এরইমধ্যে গানটির অডিও রেকর্ড এবং মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। নতুন গানটির শিরোনাম ‘এই শহরে’।

মুহাম্মদ শোয়াইবের কথায় গানটির সুর ও সংগীত করেছেন রাজন সাহা।

‘এই শহরে’ গানটি নিয়ে গায়ক সাইফ শুভ বলেন, ‘প্রাপ্তিতে নয়, বরং ত্যাগেই ভালোবাসার প্রকৃত সুখ নিহিত থাকে। ভালোবাসার জন্য ত্যাগী হতে পারাটা, আদর্শ প্রেমের নিদর্শন।

‘এই শহরে’ গানটি কথা-সুর এবং সংগীতায়োজনে একটি বিরহী গান। দারুণ স্ক্রিপ্ট নিয়ে কলকাতাসহ ভারতের বেশ কিছু সুন্দর লোকেশনে গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। গানটির ভিডিও নির্মাণে কাজ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৌরদীপ্ত চৌধুরী, ও তার টিম।

গনটি সেইসব মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করছি, যারা এই শহরে আমাকে গোপনে গোপনে ভালোবেসে চলেছেন।’

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া'র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেইজ, অফিসিয়াল ওয়েবসাইট সহ স্টুডিও জয়া'র সকল ডিজিটাল প্লাটফর্মে দর্শক-শ্রোতাদের জন্য একযোগে অবমুক্ত করা হবে।

এলএ/জিকেএস

আরও পড়ুন