ভালোবাসা দিবসে কুমার বিশ্বজিৎ
ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাঢোল প্রকাশ করেছে নন্দিত গায়ক ও সংগীত পরিচালক কুমার বিশ্বজতের নতুন অ্যালবাম। ‘সারাংশে তুমি’ নামের এই অ্যালবামে কুমার বিশ্বজিতের পাশাপাশি গান গেয়েছেন সামিনা চৌধুরী, ন্যান্সি ও শুভমিতা।
নতুন অ্যালবাম প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘অ্যালবামটি ভালোসার দিনে শ্রোতাদের জন্য বিশেষ উপহার হিসেবে রইল। আশা করছি মিষ্টি গানগুলো মন ভরাবে সবার।’
কুমার বিশ্বজিতের নতুন অ্যালবামের গানগুলো শোনা যাবে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এর banglalinkdhol.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অথবা 46465 এ ডায়াল করে।
এলএ/এমএস