ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রাজের নতুন মিউজিক ভিডিও

প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

সিডি চয়েজের ব্যানারে রিলিজ হলো রাজ ইসলামের প্রথম একক মিউজিক ভিডিও ‘তানজীব ফিচারিং রাজ’। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত। গানের কথা ও সুর করেছেন তানজীব সরোয়ার। এই গানটিতে মডেল হয়েছেন ইভা।

মডেল ইভা বলেন, প্রথমে দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। পরে গান ও চিত্রনাট্য শুনে ভালো লেগেছে, তাই কাজটি করেছি। শুটিং করার পর এখন মনে হচ্ছে  চমৎকার একটি কাজ করেছি।

পরিচালক বিশ্বজিৎ দত্ত বলেন, তানজিবের কম্পোজিশনে রাজের এই গানটি চমৎকার একটি গান। আশা করি, গানের ভিডিওচিত্রটিও সাড়া ফেলবে।



এমজেড/এআরএস/আরআইপি