ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে ‘হঠাৎ দেখা’ অ্যালবামের মোড়ক উন্মোচন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০২ মে ২০২৩

বাঙালি ও বাংলা গানের দুই পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম মানবিক বোধের বিভিন্ন ধারায় আমাদের সিক্ত করেন। এ দুই কবির সমৃদ্ধ সংগীত সম্ভার নিয়ে গত ২৯ এপ্রিল ঢাকার একটি অভিজাত হোটেলে ‘হঠাৎ দেখা’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

জনপ্রিয় সংগীতশিল্পী ও জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে দুই বাংলার বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শ্রাবণী সেন এবং শিল্পী সুস্মিতা আনিসের কণ্ঠে রবীন্দ্র-নজরুলের ১০টি গানের এক মোহনীয় সম্মিলন।

আরও পড়ুন: ১৩৪৮১ লোক সংগীত সংগ্রহ করেছে শিল্পকলা একাডেমি

অভিনেত্রী-বাচিকশিল্পী মধুমিতা বসু, কবি ও বিশিষ্ট লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্পে হঠাৎ দেখা কাহিনির শ্রুতি অভিনয়ে রয়েছেন মধুমিতা বসু ও শ্রীজাত বন্দোপাধ্যায়। অনুষ্ঠানে লাইভ পারফরমেন্স করেছেন সংগীতশিল্পী সুস্মিতা আনিস, বাপ্পা মজুমদার এবং বিশেষ অনুরোধে গান করলেন শিল্পী শ্রাবণী সেন।

আরও পড়ুন: গ্রামোফোনে ধারণকৃত সকল নজরুল সংগীত সংগ্রহের চেষ্টা চলবে

‘হঠাৎ দেখা’ অ্যালবামের দশটি গান চারটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে- প্রেম, বর্ষা, ভক্তিমূলক এবং উদ্দীপনামূলক গান। বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী সুস্মিতা আনিসের উদ্যোগে দুই বাংলার বিভিন্ন শিল্পী কলাকুশুলীদের সম্মিলিত আয়োজনে পাঁচটি রবীন্দ্র সংগীত, পাঁচটি নজরুল সংগীত ও কাহিনির সমন্বয়ে ‘হঠাৎ দেখা’ অ্যালবামটি তৈরি করা হয়েছে।

অ্যালবাম প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন ‘ছোটবেলা থেকেই এ দুই কবির সংগীত, সাহিত্য ও দর্শন নিয়েই বড় হয়েছি এবং সেটি সামগ্রিকভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেছে। সে জন্যেই আমার অনেকদিনের ইচ্ছে ছিল আমি দুইবাংলার শিল্পীদের নিয়ে একটি অ্যালবাম করি। আজকে অ্যালবামটি শ্রোতাদের উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত।’ অ্যালবামটি পাওয়া যাচ্ছে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে।

চ্যানেল লিংক-

অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, নজরুল-রবীন্দ্রনাথকে এক সুতায় বেঁধে এ মিউজিক্যাল অ্যালবাম করার জন্য শিল্পী সুস্মিতা আনিসের এমন প্রয়াস প্রশংসাযোগ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মাদ সামাদ এবং সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এমএমএফ/এএসএম

আরও পড়ুন