ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ওশান এন্টারটেইন্টমেন্টের মেঘবালিকা

প্রকাশিত: ১১:২৬ এএম, ১৩ মার্চ ২০১৬

প্রযোজনা প্রতিষ্ঠান ওশান এন্টারটেইন্টমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘মেঘবালিকা’। এটি পরিচালনা করেছেন জি এম সৈকত। নাটকটিতে অভিনয় করেছেন ইমন এবং অপ্সরা সুহি।

ওশান এন্টারটেইন্টমেন্ট সূত্র থেকে জানা গেছে, টেলিফিল্মের শুটিং শেষ। এখন চলছে সম্পাদনার কাজ। খুব শিগগিরই এটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

এদিকে, ২০১৫ সালে ‘ফ্যাশন ঢাকা.কম’ নাটক দিয়ে মিডিয়াতে আত্মপ্রকাশ করে ওশান এন্টারটেইন্টমেন্ট। এরপর বেশকিছু নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেত দেখা যায় প্রতিষ্ঠানটিকে। খুব অল্প সময়ে প্রতিষ্ঠানটির নির্মিত নাটক ও টেলিফিল্ম মিডিয়াতে বেশ সুনাম কুড়ায়।

এদিকে আগামীতে ওশান এন্টারটেইন্টমেন্ট ‘স্বপ্নের রাজকুমারী’ টেলিফিল্মের কাজও শেষ করেছে। যেখানে অভিনয় করতে দেখা গেছে চিত্রনায়ক ইমন ও অপ্সরা সুহিকে। পর্যটন নগরী সিলেটের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

শুধু তাই নয়, গেল বড়দিন উপলক্ষ্যে ডিসেম্বরে ওশান এন্টারটেইন্টমেন্টরে অন্যতম প্রোডাকশন ‘অজানা ভালবাসা’ এশিয়ান টিভিতে প্রচারিত হয় এবং দর্শক প্রিয় হয়। ‘অজানা ভালবাসা’য় অভিনয় করেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আমিন খান। আমিন খানের বিপরীতে নাটকটিতে অভিনয় করেছিলেন সুহিক।

এছাড়াও সম্প্রতি ওশান এন্টারটেইন্টমেন্টরে ব্যানারে একটি মেগা সিরিয়াল নির্মাণ কাজ চলছে। যেটার শুটিং হচ্ছে দেশ ও দেশের বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে। বরাবরের মতোই মেগা এই সিরিয়ালেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপস্বরা সুহি।

শুরু থেকেই ওশান এন্টারটেইন্টমেন্ট দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে ভিন্নধর্মী পরিকল্পনা বাস্তবায়ন করছেন দর্শকদের সামনে। প্রতি নিয়তই চেষ্টা করে যাচ্ছেন দর্শকদেরকে নতুনত্বের স্বাধ দিতে। ভবিষ্যতে আরো ভাল ভাল কাজের পরিকল্পনার কথা বললেন ওশান এন্টারটেইন্টমেন্ট-এর কর্ণধার।

নাটক ও টেলিফিল্মের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনি। ইলেকট্রিক মিডিয়া এবং টেকনোলোজি ব্যবহার করে কিভাবে মিডিয়াকে আরো গতিশীল করা যায় এবং ব্যবসায়িকভাবে লাভবান হওয়া যায়, তার জন্য বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছেন ওশান এন্টারটেইন্টমেন্টের কর্ণধার।

এলএ/আরআইপি