ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

খোলামেলা ছবি প্রকাশ করে সমালোচনার ঝড়ে অলিভিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৮ জুলাই ২০২৩

ভারতীয় নতুন প্রজন্মের সাড়া জাগানো মডেল অভিনেত্রী অলিভিয়া সরকার। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায় নিয়মিত-ই তার বিভিন্ন অঙ্গ-ভঙ্গির আকর্ষণীয় ছবি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এবার অলিভিয়া খোলামেলা ছবি প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন। শুধু তা-ই নয়, এমন খোলামেলা ছবি প্রকাশ করে ব্যাপক কটাক্ষের মুখে অভিনেত্রী অলিভিয়া সরকার। ইনস্টাগ্রামে তিনি বেশ সক্রিয় এ অভিনেত্রী।

আরও পড়ুন: মুক্তি পেল ‘গদর-২’ সিনেমার ট্রেলার

রিল ভিডিও আর ছবিতে ভর্তি অলিভিয়ার সামাজিক যোাগাযোগমাধ্যমের পাতা। সম্প্রতি একটি বিশেষ ফটোশুট করেছিলেন অলিভিয়া। সাদা কালো ছবি। এ ফটোশুটে পরনের অন্তর্বাস স্পষ্ট দেখা যায়। পরে থাকা শার্টের সবকটি বোতাম খোলা। সেই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার সূত্রপাত হয়।

 
 
 
View this post on Instagram

A post shared by Alivia Sarkar (@reel2alivia)

নায়িকার অন্তর্বাসের ফিতা দেখেই একের পর এক কুমন্তব্যের ঝড়। এমন ছবি দেখে কেউ লিখেছেন, এমন ছবি দয়া করে পোস্ট করবেন না যা পুরুষদের উত্তেজিত করে।

কিছুটা রম্য কের আবার কারও মন্তব্য, ‘এই ছবি দেখার জন্য প্রস্তুত ছিলাম না।’ মন্তব্যে কেউ যেন কাউকে পেছনে পেলতে পারবে না!

আরও পড়ুন: নারীদের অন্তর্বাস নিয়ে মন্তব্য করে ট্রোলের শিকার অমিতাভ

অলিভিয়ার এ ছবি দেখে কেউ আবার প্রশ্ন করেছেন, ‘এই সব ছবি পোস্ট করে আপনারা কী আনন্দ পান?’ অবশ্য এই সব মন্তব্যের কোনো পাল্টা উত্তর দেননি অভিনেত্রী।

এমএমএফ/এএসএম

আরও পড়ুন