মুক্তি পেল ‘গদর-২’ সিনেমার ট্রেলার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৭ জুলাই ২০২৩

আগস্টের শুরুর দিকেই মুক্তি পাচ্ছে সানি দেওল ও আমিশা পাটেল অভিনীত সিনেমা ‘গদর-২’। গতকাল (২৬ জুলাই) ভারতের কার্গিল দিবসে প্রকাশ্য়ে এলো এ সিনেমার ট্রেলার।

ট্রেলার প্রকাশ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সানি দেওয়ল ও আমিশা পাটেলসহ সিনেমার অন্য়ান্য় কলাকুশলীরা। এদিনের ইভেন্টে সানি দেওয়ল ও আমিশা পাটেলকে দেখা গেল তারা সিং ও সাকিনার বেশে।

jagonews24

আরও পড়ুন: নতুন পরিচয়ে হৃতিক

পরিচালক অনিল শর্মা এ পাওয়ার প্যাকড ট্রেলারটির মাধ্য়মে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের ‘ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট’-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে এ সিনেমায়। ট্রেলারেই স্পষ্ট যে সিনেমায় দুর্দান্ত অ্য়াকশান সিকোয়েন্সের দেখা মিলতে চলেছে।

 
 
 
View this post on Instagram

A post shared by Zee Studios (@zeestudiosofficial)

‘গদর: এক প্রেম কথা’ বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি রুপির ব্য়বসা করেছিল এ সিনেমা। আমির খানের ‘লাগান’-এর সঙ্গেও রীতিমতো টক্ চলে এই সিনেমার।

সিনেমার শুটিং চলাকলীন আমিশা পাটেল অভিযোগ তোলেন সিনেমার সেটের চরম অবস্থা নিয়ে। অভিনেত্রী সমস্ত অভিযোগই আনেন পরিচালক অনিল শর্মার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। সেই প্রসঙ্গে মুখও খোলেন অনিল শর্মা। তার দাবি ছিল এ সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা।

আরও পড়ুন: বলিউডের যেসব তারকার অন্য দেশের নাগরিকত্ব রয়েছে

পরপর একাধিক টুইটে আমিশা পাটেল লিখেছিলেন, অনুরাগীদের অপর এক চিন্তার বিষয় ছিল অনিল শর্মা প্রোডাকশনসকে ঘিরে যা ‘গদর-২’-এর শেষ শিডিউলে ঘটে মে মাসের শেষের দিকে চণ্ডীগড়ে। মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার প্রমুখদের অনিল শর্মার প্রোডাকশন হাউজ থেকে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন ছিল।

আমিশার পোস্টের জবাবে এক জাতীয় সংবাদ সংস্থাকে পরিচালক অনিল শর্মা জানিয়েছিলেন যে, অভিনেত্রী কেন এমন বলছেন তার কোনো ধারণাই নেই।

আরও পড়ুন: ‘পরিণীতা’ মুছে দেয় বিদ্যার ‘অশুভ’ তকমা

তিনি জানিয়েছিলেন, যে এ সব অভিযোগের কোনোটাই সত্যি নয় এবং একই সঙ্গে পরিচালক অভিনেত্রীকে ধন্যবাদ জানান তার প্রযোজনা সংস্থাকে বিখ্যাত করে দেওয়ার জন্য। তিনি বলেন, এর থেকে বড় কী হতে পারে? আমাদের নতুন প্রযোজনা সংস্থাকে বিখ্যাত করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।