নতুন চলচ্চিত্রে আদনান আদি
ঢাকাই ছবির নবাগত চিত্রনায়ক আদনান আদি সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। নাম `রাজা রানির গল্প`। এটি পরিচালনা করছেন আনোয়ার শিকদার।
রোমান্টিক ত্রিভুজ প্রেমের এই ছবিতে আদির বিপরীতে অভিনয় করবেন প্রীতি সাঈদ এবং আলভী। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীরর একটি রেস্তোরায় মহরত অনুষ্ঠিত হয়।
মহরত অনুষ্ঠানে ছবির পরিচালক আনোয়ার শিকদার বলেন, এটি একটি রোমান্টিক ঘরানার ছবি। ছবির হিরো আদিকে দেখা যাবে গ্রাম থেকে উঠে এসে শহরে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। এছাড়া তার জীবনে প্রেম-ভালোবাসা-দুঃখ সবকিছু নিয়েই রাজা রানীর গল্প ছবিটি নির্মিত হবে।` 
আদনান আদি বলেন, `ক্যারিয়ারের শুরু থেকেই রোমান্টিক-অ্যাকশন হিরো হিসাবে কাজ করছি। এ ছবিটিও তেমনি। তবে গল্পে নানা টুইস্ট আছে। আমার বিশ্বাস দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে।
ছবিটিতে আর অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, জ্যাকিসহ আরো অনেকে। আগামী ২৫ মার্চ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যাধারণ শুরু হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে মোহাম্মদ হোসেনের `আই ডোন্ট কেয়ার` ছবিতে জনপ্রিয় নায়িকা নিপুণের বিপরীতে নায়কের ভূমিকায় কাজ করে চলচ্চিত্রে পথ চলা শুরু আদনান আদির । এরপর একে একে `ভালোবাসতে চায় মন`, `প্রেমিক ছেলে`সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন আদি।
এনই/এএইচ/এবিএস