ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ক্রিসমাসে হ্যারি পটারের নতুন সিরিজ নয় : রাউলিং

প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

কিছুদিন আগেই ক্রিসমাসে হ্যারি পটার সিরিজের নতুন গল্প প্রকাশ পেতে চলেছে বলে খবর ছড়িয়েছিল। কিন্তু সেসবই নাকি নেহাতই রটনা। বলছেন স্বয়ং লেখিকা জেকে রাউলিং।

তাঁর দাবি বড়দিন উপলক্ষে ‘পটারমোর’ সাইটে হ্যারি পটারের ১২টি নতুন গল্প প্রকাশের যে খবরটি চাউর হয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। নিউ ইয়র্ক ডেইলি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লেখিকা এই কথাই জানিয়েছেন।

চলতি বছরেরই মাঝামাঝি সময়ে এই সাইটে পটার সিরিজের নতুন একটি গল্প প্রকাশিত হয়। পরে ‘এ ডলার’স উমব্রিজ’ এবং ‘দ্য হিস্ট্রি অফ কুইডিচ’ এর একগুচ্ছ গল্প লেখেন রাউলিং সেগুলি প্রকাশিতও হয়। কিন্তু আপাতত পটারের কোনও গল্প লেখা কিংবা প্রকাশের সম্ভাবনাটুকুও দেখাচ্ছেন না জেকে রাউলিং।