ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিপাশা-শাহরিয়াজের গুণ্ডামি

প্রকাশিত: ১১:৩০ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

প্রথমবারের মতো প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন চলচ্চিত্রের আইটেম গার্লখ্যাত বিপাশা কবির। সায়মন তারিকের পরিচালনায় ‘গুণ্ডামি’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এতে বিপাশার সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন শাহরিয়াজ।

কক্সবাজারে চলচ্চিত্রটির গানের দৃশ্যধারণের কাজ হয় ২ ডিসেম্বর। সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় দৃশ্য ধারণের কাজ হয়েছে জানান বিপাশা।

বিপাশা কবির বলেন, গত ২ ডিসেম্বর থেকে টানা শুটিং করেছি। এখানে ‘মন দিয়ে মন ছুঁয়েছি’ শিরোনামের একটি গানের শুটিং হয়েছে। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। গানটি গেয়েছেন খেয়া ও রাজীব। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব।


বিপাশা আরও বলেন, সিনেমায় নায়িকা হয়ে প্রথমবার অভিনয় করছি। সব মিলিয়ে অন্যরকম অনুভূতি। বেশ ভাল লেগেছে। ১১ ডিসেম্বর পর্যন্ত টানা ১০ দিন কাজ করেছি। আশা করি দর্শক ভাল কিছুই দেখবেন।