ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হাতিরঝিলে নগর মাস্তান

প্রকাশিত: ১০:১৬ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

এফডিসির গণ্ডি পেরিয়ে নগর মাস্তান এখন হাতিরঝিলে। এর আগে নগর মাস্তানে শুটিং হয়েছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। রকিবুল আলম রকিব পরিচালিত ‘নগর মাস্তান’ ছবিতে নায়ক শাহরিয়াজের সঙ্গে রয়েছেন আলোচিত উঠতি নায়িকা পরিমনিও।

সোমবার সকাল থেকে হাতিরঝিলে চলে শাহিরয়াজ ও পরিমনি নগর মাস্তান এর শুটিং। ইতোমধ্যে ছবিটির আশিভাগই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ছবিটিতে জায়েদ খানকেও দেখা যাবে এ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। নগর মাস্তানকে দমাতে তার ভূমিকা হবে পুলিশের।

এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, আলী রাজ, রাফজান জানি ও তিতাস চৌধুরীসহ অনেকে।