ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কাঁদলেন সেলেনা

প্রকাশিত: ০৩:১৭ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

চিৎকার করে কান্নায় ভেঙে পড়লেন সংগীত তারকা সেলেনা গোমেজ। কারণটা আর কিছু নয়, প্রেমিকের অবজ্ঞা! যিনি লাখো পুরুষের স্বপ্নের নায়িকা, তিনিই কি না প্রেমিকের অবজ্ঞার শিকার!

সম্প্রতি আরেক সংগীত তারকা টেলর সুইফটের জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন তার প্রেমিক জাস্টিন বিবারও। একসঙ্গে একই পার্টিতে থাকলেও মনোমালিন্যের কারণে দু’জন দু’জনের কাছ থেকে অনেকটা আলাদাই ছিলেন সেদিন। জানা গেছে, দূরত্ব বজায় রাখলেও সেলেনা বারবারই বিবারের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু বিবার তার দিকে একবারের জন্যও না তাকিয়ে নিজের মতো করে পার্টিতে আনন্দে মেতেছিলেন।

প্রেমিকের এমন অবজ্ঞার কারণে ক্ষোভের জন্ম হয় সেলেনার মাঝে। আর তাই আবেগ কিছুতেই ধরে রাখতে পারেননি তিনি। চিৎকার করে কেঁদে উঠেছেন। উপস্থিত সবার সামনে মাইক্রোফোন হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বলেছেন, আমাকে কেউ বোঝে না। বোঝার চেষ্টাও করে না। এমনকি আমার বয়ফ্রেন্ডও না!