ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কবি হবেন সোনাক্ষী

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৪

জীবন ও প্রকৃতি দু’টি বিষয়কে দেখা দৃষ্টি পাল্টে গেছে সোনাক্ষীর। যা দেখছেন তাই কবিতার ছন্দে ফুটিয়ে তুলছেন পাতায়। কি ভাবছেন অভিনয় ছেড়ে লেখালিখিতে মন দিয়েছেন এই দাবাং গার্ল। না ভুল ভাবছেন পাঞ্জাবী লেখিকা অম্রিতা প্রীতমকে নিয়ে বলিউডে একটি বায়োপিক হতে চলেছে। আর এখানে অম্রিতা প্রীতমকে চরিত্রে অভিনয় করবেন সোনাক্ষী সিনহা।

এই সম্পর্কে সাংবাদিকদের দেওয়া এক প্রশ্নের উত্তরে সোনাক্ষী জানিয়েছেন, ‘আমি কখন এই রকম চরিত্র আগে অভিনয় করেনি। আমার খুব ভাল লাগছে এই ছবিটির অফার পেয়ে’। ছবিটি পরিচালনা করছেন জাসমিত রিন।