স্পেনের হবু রানি লিওনর সম্পর্কে কতটা জানেন?
ছোটবেলায় রাজা-রানির গল্প শুনে আমরা অনেকেই কল্পনার রাজ্যে হারিয়ে গেছি। সেই রূপকথার গল্পই যেন এবার বাস্তব রূপ নিতে চলেছে। মাত্র ২০ বছর বয়সী রাজকুমারী লিওনর খুব শিগগিরই স্পেনের সিংহাসনে আরোহণ করতে পারেন। বর্তমান রাজা কিং ফেলিপ ষষ্ঠ অবসর নিলেই রাজ্যের দায়িত্ব যাবে তার কন্যার হাতে।
নির্দিষ্ট সময়সীমা এখনো ঘোষণা না হলেও উত্তরাধিকার নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এই অভিষেক হলে আধুনিক স্পেনের রাজতন্ত্রে এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত-কারণ লিওনর একাই শাসন করবেন স্পেনকে, পাশে কোনো রাজা থাকবেন না।

ইতিহাসে প্রথম একক নারী শাসক
প্রায় দেড়শ বছর পর স্পেন আবার একজন নারী শাসক পেতে চলেছে। লিওনর হবেন আধুনিক স্পেনের প্রথম রানী যিনি এককভাবে সিংহাসনে বসবেন। এর আগে উনিশ শতকে দ্বিতীয় ইসাবেলা ছিলেন শেষ নারী শাসক, যিনি প্রায় ১৭০ বছর আগে রাজত্ব করেছিলেন। সেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছেন লিওনর।

জন্ম ও পরিবার
রাজকুমারী লিওনরের জন্ম ২০০৫ সালের ৩১ অক্টোবর, মাদ্রিদে। তিনি রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিজিয়ার জ্যেষ্ঠ কন্যা। রানী লেতিজিয়া রাজপরিবারে আসার আগে একজন পেশাদার সাংবাদিক ছিলেন। তার পূর্ণ নাম লিওনর দে টোডোস লস সান্তোস দে বোর্বন ওয়াই অর্টিজ। প্রায় ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই রাজকুমারী সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়।

শিক্ষাজীবন ও ভাষাজ্ঞান
লিওনরের শিক্ষাজীবন শুরু হয় মাদ্রিদের সান্তা মারিয়া দে লস রোজালেস স্কুলে। পরে তিনি যুক্তরাজ্যের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ (ইউডব্লিউসি) আটলান্টিক কলেজ থেকে আন্তর্জাতিক ব্যাকালর ডিগ্রি অর্জন করেন। তার পড়াশোনার মূল বিষয় আন্তর্জাতিক রাজনীতি ও সংবিধান।
ভাষাজ্ঞানেও তিনি অনন্য-স্প্যানিশ, কাতালান, ইংরেজি, ফরাসি, আরবি ও ম্যান্ডারিন ভাষায় তিনি সাবলীল। মাত্র ১৩ বছর বয়সে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার অনুষ্ঠানে তার প্রথম বক্তৃতা দেন, যা দেশজুড়ে প্রশংসিত হয়।

সামরিক প্রশিক্ষণ ও প্রস্তুতি
স্পেনের আইনে সিংহাসনের উত্তরাধিকারীর জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই ভবিষ্যৎ শাসক হিসেবে লিওনরকে প্রস্তুত করা হয়েছে। ২০২৩ সালের আগস্টে তিনি জারাগোজায় সেনাবাহিনীর সঙ্গে তার সামরিক প্রশিক্ষণ শুরু করেন। ২০২৪ সালে গ্যালিসিয়ায় নৌবাহিনীর প্রশিক্ষণের অংশ হিসেবে আটলান্টিক মহাসাগর জুড়ে প্রায় ১৭,০০০ মাইলের দীর্ঘ সমুদ্রযাত্রা করেন এবং নিউ ইয়র্কে থামেন। এরপর বিমানবাহিনীর প্রশিক্ষণে এসে ২০২৫ সালের ডিসেম্বরে পিলাটাস পিসি-২১ প্রশিক্ষণ বিমান একা উড়িয়ে ইতিহাস সৃষ্টি করেন।

সরকারি সফর ও ব্যক্তিগত জীবন
রাজকুমারী লিওনর ইতিমধ্যে পর্তুগাল ও নাভারের চার্টার্ড কমিউনিটির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে সরকারি সফর করেছেন। রাজকীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনও সংযমের সঙ্গে বজায় রাখেন। পিতা-মাতার দিকনির্দেশনায় তিনি ধীরে ধীরে একজন দায়িত্বশীল ও আধুনিক রাষ্ট্রনেত্রী হিসেবে গড়ে উঠছেন।

প্রেম ও গুজব
রাজপরিবারের সদস্য হওয়ায় লিওনরের ব্যক্তিগত জীবন নিয়েও গুজবের শেষ নেই। শোনা যায়, স্পেনের উদীয়মান ফুটবল তারকা পাবলো গাভির প্রতি তিনি একসময় সখ্যতা প্রকাশ করেছিলেন এবং এমনকি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। তবে এসব গুজবে গাভির পক্ষ থেকে কোনো রোমান্টিক সাড়া পাওয়া যায়নি।
সূত্র: দ্য সানডে গার্ডিয়ান, এনডিটিভি নিউজ
আরও পড়ুন:
ইরানের শেষ রানির মুকুট রাজকীয় ঐতিহ্যের এক নিদর্শন
ভারত-যুক্তরাষ্ট্র: শান্তির পদযাত্রায় বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গী পথ কুকুর
এসএকেওয়াই/