ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বেহরুজ কামালভান্দি

হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান ‌‘ধ্বংস করা যাবে না’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৩ জুন ২০২৫

হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান ‘ধ্বংস করা যাবে না’ বলে মন্তব্য করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে এ কথা বলা হয়েছে। ‘পারমাণবিক শিল্পের শেকড় ইরানে রয়েছে এবং এই শেকড় ধ্বংস করা যাবে না,’ বলেন কামালভান্দি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিই একই কথা বলেন।

তিনি বলেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি দেশটির ‘স্থানীয় পারমাণবিক জ্ঞানের’ ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা ‘বোমা হামলার মাধ্যমে ধ্বংস করা যাবে না।’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরান এর পাল্টা জবাবে একাধিকবার ইসরায়েলে আঘাত হানে। এরই মধ্যে ইসরায়েলের অন্তত দশটি স্থানে হামলা চালিয়েছে ইরান।

এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এবং একটি বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এই দেশগুলোর অনেকগুলোতেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

আন্তর্জাতিক কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্যনীতি বিষয়ক জ্যেষ্ঠ ফেলো হাসান আলহাসান সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা গোটা অঞ্চলে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

বিজ্ঞাপন

এমআরএম

বিজ্ঞাপন