ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কুয়েতে ভারতীয় প্রবাসীর সংখ্যা কত?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৬ জুলাই ২০২৫

কুয়েতে বর্তমানে ১০ লাখেরও বেশি ভারতীয় নাগরিক বসবাস ও কাজ করছেন, যা দেশটির সর্ববৃহৎ প্রবাসী গোষ্ঠী। এমনটি জানিয়েছেন কুয়েতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ড. আদর্শ স্বৈকা।

কুয়েতি দৈনিক আল কাবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত স্বৈকা দ্বিপাক্ষিক শ্রম ও কর্মসংস্থান সংক্রান্ত আলোচনার গুরুত্ব এবং ভারত-কুয়েত সম্পর্কের দৃঢ়তার বিষয়টিও তুলে ধরেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কুয়েতে মোট ১০ লাখ সাত হাজার ৯৬১ জন ভারতীয় নাগরিক বসবাস করছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

রাষ্ট্রদূত স্বৈকা বলেন, কুয়েতে ভারতীয়দের ব্যাপক উপস্থিতি আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতার প্রতিফলন। আমরা কুয়েতে অবস্থানরত ভারতীয়দের কল্যাণ নিশ্চিত করতে এবং কুয়েতি অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতীয় কর্মীরা কুয়েতের প্রায় সবখাতে কাজ করছেন— উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী ও নার্স থেকে শুরু করে চালক, গৃহকর্মী এবং অন্যান্য গৃহস্থালির সহকারী হিসেবেও।

রাষ্ট্রদূত আরও জানান, ভারতীয় কর্মীরা তুলনামূলকভাবে খুব কম সমস্যার মুখে পড়েন, যদি দুপক্ষই কুয়েতের শ্রম আইন ও দ্বিপাক্ষিক চুক্তির বিধিবিধান মেনে চলেন।

কুয়েতে ভারতীয় প্রবাসীদের দীর্ঘদিনের অবদান দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু অর্থনৈতিকভাবেই নয়, ভারতীয়দের উপস্থিতি দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রতিচ্ছবিও।

ভারতীয়দের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে স্থিতিশীল থাকলেও, কুয়েতে স্বাস্থ্যসেবা, প্রকৌশল এবং দক্ষ শ্রমিকসহ বিভিন্ন খাতে ভারতীয় কর্মীদের চাহিদা অব্যাহত রয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম