‘দেশটা কি তোর বাপের নাকি’, বিজেপির উদ্দেশে পশ্চিমবঙ্গের মন্ত্রী
ভারতের বিজেপিশাসিত সরকার বা আসাম সরকার যদি পশ্চিমবঙ্গের কোনো বাঙালির ওপর অত্যাচার চালায়, অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করার চেষ্টা করে, তাহলে সেসব জায়গার বিজেপি সমর্থকদের অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে দেবো। এমনই হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
ভারতের বিজেপিশাসিত রাজ্যেগুলোতে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের অত্যাচার-হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়া, বাংলায় কথা বলার অপরাধে পশ্চিমবঙ্গের নাগরিকদের বাংলাদেশে পুশ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এমন পরিস্থিতিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের তিন বাসিন্দাকে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল-৪ কোর্ট থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। বিজেপিশাসিত এই রাজ্য থেকে নোটিশটি আসার পরেই বিজেপিকে চরম হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
আরও পড়ুন>>
- ভারতে আসাম থেকে এনআরসি নোটিশ পেলেন পশ্চিমবঙ্গের তিনজন
- বাংলায় কথা বললেই গ্রেফতার করা হচ্ছে: মমতা
- রোহিঙ্গা ও বাংলাদেশিদের প্রশংসাপত্র দেওয়ার অভিযোগ শুভেন্দুর
কোচবিহারের দিনহাটার এক অনুষ্ঠানে উপস্থিত থেকে উদয়ন গুহ বলেন, ভারতের রেশন কার্ড যদি পরিচয় না হয়, তাহলে পরিচয়টা কী? ওদের বিজেপির মেম্বারশিপ কার্ড?
জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমি বাঙালি, আমি ভারতবাসী। আপনাদের বলবো, আপনারা রাস্তায় নামুন। এর কোনো নেই।
এরপরেই উদয়ন গুহু হুঁশিয়ারি দিয়ে বলেন, কোথাও এই বাংলার মানুষ, বিশেষ করে কোচবিহার জেলার কোনো বাঙালিকে ওই আসাম সরকার, ভারতের বিজেপিশাসিত সরকার অত্যাচার চালায়, জুলুম চালায়, অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করার চেষ্টা করে, তাহলে সেসব গ্রামের বিজেপি অনুসারীদের অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে দেবো। ওইসব গ্রামে বিজেপিকে আর ঢুকতে দেবো না। বিজেপিকে আর থাকতে দেবো না। গ্রাম বিজেপিশূন্য করবো।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী আরও বলেন, ওরা যেমন বাঙালিশূন্য ভারতবর্ষ করতে চায়, তার আগে আমরা বিজেপিশূন্য কোচবিহার করবো। বিজেপিশূন্য পশ্চিমবঙ্গ করবো। বিজেপিকে এই রাজ্য থেকে ঝেঁটিয়ে বিদায় করবো।
এরপরেই বাংলাদেশের জনপ্রিয় গানের উদাহরণ টেনে উদয়ন গুহ বলেন, আবার সবাই মিলে স্লোগান দেবো, এই দেশটা কি তোর বাপের নাকি?
ডিডি/কেএএ/