বিজেপিকে মমতার হুঁশিয়ারি

বাংলায় কথা বললেই গ্রেফতার করা হচ্ছে, প্রয়োজনে ভাষা আন্দোলন

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২১ জুলাই ২০২৫
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? দরকারে ভাষা আন্দোলন হবে সোমবার (২১ জুলাই) কলকাতায় শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সভায় এভাবেই গর্জে উঠলেন তৃনমূল কংগ্রেসের প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এদিনের সভা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে মমতা বলেন, বাংলায় কথা বলতে ভয় পান আপনারা। বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জম্ম দিয়েছে। বাংলা থেকেই লেখা হয়েছে জাতীয় সংগীত।

তার মতে, বাংলায় একের পর উন্নয়ন দেখে ভয় পেয়ে বঞ্চনার রাজনীতি করছে বিজেপি। এরপরেই তিনি বলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয়, তাহলে সেই লড়াই দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নই।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে এদিনের সভা থেকে মমতা ব্যানার্জী বলেন, নির্বাচনের আগে ভারতের সরকার একাধিক রাজ্যের সার্কুলার পাঠিয়েছে। হাজার হাজার লোককে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে বা রাজস্থানের জেলে ঢুকানো হয়েছে। কীসের অপরাধ? বাংলায় কথা বলেছে বলে। বিচারের বাণী নিভৃতে কাঁদছে আজ। জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করার চক্রান্ত চলছে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গত তুলে মমতা বলেন, বাংলায় কথা বলা যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে-বিজেপি ঠিক করে দেবে? বিজেপির এক নেতা তো বলছেন, বাংলায় নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা আছে। বাংলার মানুষকে অপমান করছেন আপনি।

বিজেপির বিরুদ্ধে ধর্মের ভেদাভেদের অভিযোগ তুলে মমতা বলেন, মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করে নিজের রাজনীতি বাঁচাতে চাইছে বিজেপি। কিন্তু বাংলার মানুষ সেটা মেনে নেবে না। আমরা সবাই একসঙ্গে থাকি। বাংলা বিভাজনের রাজনীতি মানে না।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।