যুদ্ধ বন্ধে পুতিনকে ‘১০-১২ দিন’ সময় দিলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি আগের দেওয়া ৫০ দিনের সময়সীমা কমিয়ে ১০ থেকে ১২ দিন নির্ধারণ করেছেন।
সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডের টার্নবেরিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি এখন থেকে ১০ বা ১২ দিনের মধ্যে একটা সময়সীমা নির্ধারণ করছি। অপেক্ষা করে কোনো লাভ নেই। আমি উদার হতে চাই, কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখছি না।’
আরও পড়ুন>>
- জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনে ব্যাপক বিক্ষোভ
- ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‘নিঃশর্ত সমর্থন’ দেবে উত্তর কোরিয়া
- ট্রাম্প-পুতিন ফোনালাপের পরেই কিয়েভে রেকর্ডসংখ্যক ড্রোন হামলা
তিনি বলেন, পুতিন যদি আলোচনায় না আসেন, তাহলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা এবং গৌণ শুল্ক আরোপ করা হতে পারে। আমি সেটি রাশিয়ার ওপর প্রয়োগ করতে চাই না। কমনসেন্স দিয়ে চিন্তা করলেই বোঝা যায়, চুক্তিতে আসাটা বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু দেখা যাক কী হয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা অনেকবার মনে করেছিলাম আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হচ্ছে। কিন্তু তারপরই প্রেসিডেন্ট পুতিন আবার কিয়েভের মতো কোনো শহরে রকেট ছুড়ে বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের হত্যা করেন।
ট্রাম্প জানান, আগের ৫০ দিনের সময়সীমা তিনি বাতিল করছেন। কারণ, তার মতে, আমি আগেই বুঝতে পারছি ফলাফল কী হবে।
এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প রাশিয়ার ওপর চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন এবং ইউক্রেন যুদ্ধের অবসানে একটি স্পষ্ট সময়সীমা ঘোষণা করেছেন। যদিও রাশিয়া এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: সিএনএন
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের জন্য বস্তা-বাক্স ভরে আসছে টাকা
- ২ নেটফ্লিক্সকে টপকে অবিশ্বাস্য দাম হাঁকালো প্যারামাউন্ট-স্কাইড্যান্স
- ৩ নাগরিকদের চীন ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
- ৪ জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন প্রদেশে সুনামি সতর্কতা
- ৫ ইউরোপের ২৯ দেশে বেড়েছে সাইবার বুলিং, নিরাপত্তা নিয়ে উদ্বেগ