থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা
ভারতে অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে/ ছবি: এনডিটিভি, গ্রাফিকস: জাগোনিউজ
তুমুল জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ। এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে ‘অনিচ্ছাকৃত হত্যার’ অভিযোগ আনা হয়েছে।
মামলায় টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ মিত্র এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সি টি নির্মল কুমার, পশ্চিম কারুরের জেলা সম্পাদক মথিয়াজাগানসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল লোকসমাগম হয়। একপর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে ১৬ নারী, ৬ শিশুসহ ৪০ জন মারা যান। আহত হন প্রায় ১০০ জন। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।
আসামিদের বিরুদ্ধে মানুষের জীবনঝুঁকির মুখে ফেলতে পারে- এমন উদাসীন কাজ ও সরকারি কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে তামিলনাড়ুর ‘ক্ষয়ক্ষতি প্রতিরোধ’ আইনেও অভিযোগ আনা হয়েছে।
টিভিকের একজন আইনজীবী জোর দিয়ে বলেছেন, সমাবেশে দলটি পুলিশের সব নির্দেশনা মেনে চলেছে। তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনা বিজয় গভীরভাবে শোকাহত। তামিলনাড়ুর মানুষকে ভালোবাসেন তিনি।
টিভিকের প্রধান থালাপতি বিজয় এরই মধ্যে মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দলের পক্ষ থেকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহত প্রায় ১০০ জনের প্রত্যেককে ২ লাখ রুপি করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টিভিকের দেওয়া এক পোস্টে ৫১ বছর বয়সী এই অভিনেতা ও রাজনীতিবিদ মৃত ও আহত ব্যক্তিদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, হৃদয়ে যে ব্যথা অনুভূব করছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এক্সে পোস্ট দিয়ে তিনি ভুক্তভোগী ব্যক্তিদের প্রতি শোক ও সমবেদনা জানান। বলেন, ঘটনাটি তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে রাজ্য সরকার।
এক বিবৃতিতে এম কে স্টালিন জানান, পদদলিত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ১০ লাখ রুপি করে ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের প্রত্যেককে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় জানিয়েছে, জাতীয় ত্রাণ তহবিল থেকেও মৃত ব্যক্তিদের পরিবারকে ২ লাখ রুপি ও আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
সূত্র: এনডিটিভি
এসএএইচ
টাইমলাইন
- ০২:৪৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ সরকারকে দোষারোপ করায় ইউটিউবার গ্রেফতার
- ১০:০৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
- ০৩:২৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ পদদলনে মামলা হলেও নাম নেই বিজয়ের, কী হচ্ছে তামিলনাড়ুতে?
- ০২:৫৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ বিজয়ের সমাবেশে পদদলনের নেপথ্যে ‘সরকারের ষড়যন্ত্র’?
- ০১:৪২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সমাবেশে হতাহতের ঘটনার পর থেকে কিছুই খাননি বিজয়
- ০১:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি, চেন্নাইয়ে উচ্চ সতর্কতা
- ১২:৩১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি?
- ০৬:২১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা
- ১০:০৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থালাপতি বিজয়ের সমাবেশে কীভাবে ঘটলো ভয়াবহ পদদলন?
- ০৭:৩৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৬
- ১০:৩৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ভারতে অভিনেতা বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩১
- ০৯:৫১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ভারতে অভিনেতা বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ২০ জনের মৃত্যুর শঙ্কা
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা
- ২ ভারত-রাশিয়ার বন্ধুত্ব ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’: মোদী
- ৩ রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বিজ্ঞানীর ২১ বছর কারাদণ্ড
- ৪ পর্যটন মৌসুমে ভয়াবহ বন্যা, চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
- ৫ রাশিয়ায় বিদেশি অ্যাপ ব্যবহারে কড়াকড়ি, বন্ধ স্ন্যাপচ্যাট ও ফেসটাইম