ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি, চেন্নাইয়ে উচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় উচ্চ সতর্কতা জারি করেছে চেন্নাই পুলিশ। দলীয় সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর একদিন যেতে না যেতেই এই হুমকি পেলেন বিজয়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে চেন্নাইয়ে বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নীলাঙ্কারাই এলাকার ইস্ট কোস্ট রোডে অবস্থিত তার ওই বাড়িতে হুমকির খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উচ্চ সতর্কতা জারি করে। নিরাপত্তা বাহিনী দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়করণ দল প্রশিক্ষিত কুকুর নিয়ে বাড়ির ভেতরে তল্লাশি চালায়।

আরও পড়ুন>>

সমাবেশে হতাহতের ঘটনার পর থেকে কিছুই খাননি বিজয়

২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি?

থালাপতি বিজয়ের সমাবেশে কীভাবে ঘটলো ভয়াবহ পদদলন?

পুলিশ জানায়, বাড়ির প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে যাতে কোনো সম্ভাব্য ঝুঁকি না থাকে। পাশাপাশি বিজয়ের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গাড়ি তল্লাশি চলছে। ঘটনাটির সঙ্গে পদদলনের পর উদ্ভূত বিতর্কের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, গত শনিবার বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। নিহতদের মধ্যে আছেন ১৮ জন নারী, ১৩ জন পুরুষ, ৫ জন মেয়ে শিশু ও ৫ জন ছেলে শিশু।

ঘটনার ২৪ ঘণ্টা পরও বিজয়ের দল থেকে কেউ আহতদের দেখতে যাননি বা নিহতদের পরিবারকে সান্ত্বনা দেননি। বিজয় কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দেন। তবে ঘটনাস্থলে অনুপস্থিত থাকায় তাকে বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

কেএএ/

টাইমলাইন

  1. ০২:৪৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ সরকারকে দোষারোপ করায় ইউটিউবার গ্রেফতার
  2. ১০:০৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
  3. ০৩:২৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ পদদলনে মামলা হলেও নাম নেই বিজয়ের, কী হচ্ছে তামিলনাড়ুতে?
  4. ০২:৫৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ বিজয়ের সমাবেশে পদদলনের নেপথ্যে ‘সরকারের ষড়যন্ত্র’?
  5. ০১:৪২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সমাবেশে হতাহতের ঘটনার পর থেকে কিছুই খাননি বিজয়
  6. ০১:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি, চেন্নাইয়ে উচ্চ সতর্কতা
  7. ১২:৩১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৪ ঘণ্টা পেরোলেও দেখা নেই বিজয়ের, কোথায় আছেন থালাপতি?
  8. ০৬:২১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা
  9. ১০:০৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থালাপতি বিজয়ের সমাবেশে কীভাবে ঘটলো ভয়াবহ পদদলন?
  10. ০৭:৩৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৬
  11. ১০:৩৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ভারতে অভিনেতা বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩১
  12. ০৯:৫১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ভারতে অভিনেতা বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ২০ জনের মৃত্যুর শঙ্কা