ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুদ্ধবিরতির খবরে গাজায় আনন্দ-শঙ্কার মিশ্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

দীর্ঘ দুই বছরেরও বেশি সময়ের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও হতাশার পর যুদ্ধবিরতির খবরে গাজাজুড়ে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। তবে সেই উচ্ছ্বাসের মাঝেই বিরাজ করছে গভীর সতর্কতা ও অনিশ্চয়তা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় মানুষজনের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে যুদ্ধবিরতির ঘোষণার খবর শুনে। কেউ কেউ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, কেউ আবার চোখের পানি মুছতে মুছতে বলেন, হয়তো এখন অন্তত একটুখানি শান্তি মিলবে। কিন্তু অনেকের শঙ্কা- এই যুদ্ধবিরতি বাস্তবে কতটা টিকবে, তা সময়ই বলে দেবে।

এদিকে, পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের অপেক্ষায় আছে হাজারো মানুষ। কেউ কেউ প্রিয়জন হারানোর শোকে শোকপালনের সুযোগও পাননি। গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলের বহু এলাকা এখনো ‘রেড জোন’ বা সক্রিয় বিপদপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত। তাই বাড়ি ফেরার আগে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

অবস্থার ভয়াবহতায় গাজার মানুষ এখনো পানির জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। পানির ট্যাংকারের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কয়েক গ্যালন পানি সংগ্রহ করছেন তারা। যতদিন না বাস্তব পরিবর্তন আসে, ততদিন বেঁচে থাকার জন্য এই সংগ্রামই তাদের একমাত্র ভরসা।

মানবিক সহায়তার তীব্র অভাবও দেখা দিয়েছে। খাদ্য, পানি, ওষুধ ও শীত আসার আগে জরুরি আশ্রয়সামগ্রী- সবকিছুরই মারাত্মক সংকট চলছে। স্থানীয় প্রশাসন বলছে, হাজার হাজার অস্থায়ী তাঁবু ও মোবাইল হাউজের জরুরি প্রবেশাধিকার এখন গাজাবাসীর প্রাণের দাবি।

চিকিৎসা খাতও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতালগুলো কার্যত অকেজো, চিকিৎসকরা কাজ করছেন অমানবিক পরিবেশে। অবকাঠামো পুনর্গঠন, ধ্বংসস্তূপ সরাতে বুলডোজার, সড়ক পুনরায় চালু করা ও নাগরিক জীবনের পুনর্বাসন- সবকিছুই এখন সময়ের দাবি।

গাজার সাধারণ মানুষ বলছেন, যত ক্ষতি-ক্ষয়ক্ষতিই হোক না কেন, তারা আবার ফিরে আসবেন নিজেদের ভূমিতে। এক তরুণ বলেন, আমরা পুনর্গঠন করবো, আমাদের ঘর, রাস্তা, হাসপাতাল- সব কিছুই নতুন করে গড়ে তুলবো।

একজন প্রবীণ গাজাবাসীর কণ্ঠে শোনা গেল আশার সুর। তিনি বলেন, ইসরায়েল আমাদের ধ্বংস করতে চেয়েছে, কিন্তু আমরা টিকে আছি। যুদ্ধবিরতি যদি সত্যিই কার্যকর হয়, তবে আমরা আবার নতুন গাজা গড়ে তুলবো।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

টাইমলাইন

  1. ০৮:২২ এএম, ১৪ অক্টোবর ২০২৫ মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে গাজা শান্তিচুক্তিতে সই করলেন ট্রাম্প
  2. ০২:১২ পিএম, ১২ অক্টোবর ২০২৫ শান্তি প্রস্তাব মানলেও অস্ত্র জমা দেবে না হামাস
  3. ০৬:৪৪ পিএম, ১১ অক্টোবর ২০২৫ ফিলিস্তিনের স্বাধীনতাকামী যে ৬ নেতাকে মুক্তি দেবে না ইসরায়েল
  4. ০৫:৫৮ পিএম, ১১ অক্টোবর ২০২৫ যুদ্ধবিরতি কার্যক্রমে টনি ব্লেয়ারের নেতৃত্ব মানবে না হামাস
  5. ০৩:৫৪ পিএম, ১১ অক্টোবর ২০২৫ ইসরায়েল কেন বারঘুতিকে ছাড়তে ভয় পায়?
  6. ০১:৫৩ পিএম, ১১ অক্টোবর ২০২৫ ঝুঁকি নিয়ে ট্রাম্পের কাঁধেই হাত রাখলো হামাস, কারণ কী?
  7. ০৮:৫৪ এএম, ১১ অক্টোবর ২০২৫ সোমবার থেকে ইসরায়েলি বন্দিরা মুক্তি পাবে: ট্রাম্প
  8. ০৬:৫৬ পিএম, ১০ অক্টোবর ২০২৫ উত্তর গাজায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
  9. ০৪:৪৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে : আইডিএফ
  10. ১২:২২ পিএম, ১০ অক্টোবর ২০২৫ হামাস কি অস্ত্র সমর্পণ করবে?
  11. ১১:৪২ এএম, ১০ অক্টোবর ২০২৫ শনিবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর
  12. ১১:২৮ এএম, ১০ অক্টোবর ২০২৫ যুদ্ধবিরতি পর্যবেক্ষণে মার্কিন সেনা মোতায়েন নিয়ে যা জানা গেলো
  13. ১০:১৮ এএম, ১০ অক্টোবর ২০২৫ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করলো ইসরায়েল সরকার
  14. ০৯:২৩ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ যুদ্ধবিরতি চুক্তি: মধ্যপ্রাচ্যে এক নতুন অধ্যায়ের সূচনা
  15. ০৮:৪৬ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিলেও বারঘুতিকে ছাড়বে না ইসরায়েল
  16. ০৮:০২ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করলো স্পেন
  17. ০৫:৪৭ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান ইসরায়েলের বিরোধী দলনেতার
  18. ০৫:৩৮ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ গাজায় স্বাস্থ্যসেবা বাড়াতে প্রস্তুত বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  19. ০৪:১৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে ৫৫ হাজার ফিলিস্তিনি শিশু
  20. ০৪:১১ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ জিম্মি উদ্ধারের পর হামাসকে ধ্বংস করতেই হবে: ইসরায়েলের অর্থমন্ত্রী
  21. ০৪:০৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বলছেন বিশ্ব নেতারা
  22. ০২:০৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ যুদ্ধবিরতির খবরে গাজায় আনন্দ-শঙ্কার মিশ্র প্রতিক্রিয়া
  23. ০১:৩৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দি
  24. ১২:৪২ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পর গাজা ‘পুনর্নির্মাণ হবে’: ট্রাম্প
  25. ১২:০৭ পিএম, ০৯ অক্টোবর ২০২৫ হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে: ইসরায়েলি দূত
  26. ১১:৪১ এএম, ০৯ অক্টোবর ২০২৫ গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনাই সেরা : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
  27. ১১:১২ এএম, ০৯ অক্টোবর ২০২৫ চুক্তির পরেও ফিলিস্তিনিদের উত্তর গাজায় না ফিরতে ইসরায়েলের সতর্কতা
  28. ১০:৪৬ এএম, ০৯ অক্টোবর ২০২৫ যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেও গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
  29. ১০:১২ এএম, ০৯ অক্টোবর ২০২৫ গাজার যুদ্ধবিরতি চুক্তিকে ‘স্বাগত’ জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী
  30. ০৯:৫০ এএম, ০৯ অক্টোবর ২০২৫ গাজা চুক্তি ‘বিশ্বের জন্য একটি দুর্দান্ত দিন’: ট্রাম্প
  31. ০৮:৫৫ এএম, ০৯ অক্টোবর ২০২৫ প্রথম পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল-হামাসের স্বাক্ষর