ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কেনিয়ায় নৌডুবিতে ৯ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২৬ জুন ২০১৬

কেনিয়ায় একটি নৌকা উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার লেক ভিক্টোরিয়ায় ওই নৌডুবির ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।

ওই এলাকার ডেপুটি কমিশনার এনজেলিন ওয়্যার জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকাটিতে ১৭ জন ছিল। তারা সবাই একটি ব্যান্ড দলের সদস্য। একটি অনুষ্ঠানে যোগ দিতেই তারা নৌকায় করে যাত্রা করেছিল।

নৌকাটিতে ধারণ ক্ষমতার বাইরে বাদ্যযন্ত্র এবং যাত্রী তোলা হয়েছিল। এ কারণেই ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

লেক ভিক্টোরিয়া আফ্রিকার সবচেয়ে বড় লেক হিসেবে পরিচিত। এর অংশীদার কেনিয়া, উগান্ডা এবং তানজানিয়া। এই দেশগুলোর নাগরিকরাও এই লেকটি ব্যবহার করে যাতায়াত করে থাকে।   

এর আগে ডিসেম্বরে লেকের উগান্ডা অংশে একটি নৌডুবির ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। ওই নৌকার যাত্রীরা বড় দিনের অনুষ্ঠানে যোগ দিতে নৌকায় করে যাত্রা করেছিলেন।

টিটিএন/এবিএস

আরও পড়ুন