মুখোমুখি দুই প্রেমিক, ঘুষিতে মৃত্যু একজনের
এ যেন একটি ফুলের সঙ্গে দুই মালির গল্প! এক নারীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন এক বৃদ্ধ এবং এক যুবক। দু’জনের সঙ্গে দেখা করতে হাসপাতাল চত্বর বেছে নিয়েছিলেন প্রেমিকা। স্থান এক হলেও দু’জনকে আলাদা আলাদা সময়ে দেখা করতে বলেছিলেন তিনি। কিন্তু স্রেফ সময়ের হেরফেরে মুখোমুখি দেখা হয়ে যায় তিনজনের!
এর পরেই ঝামেলা শুরু হয় দুই প্রেমিকের! প্রথমে ধস্তাধস্তি। পরে হাতাহাতি। এর মাঝেই আচমকা ঘুষিতে জ্ঞান হারান বৃদ্ধ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।
শনিবার দুপুরে এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট হাসপাতাল চত্বরে! বসিরহাটের আরএন রোডের বাসিন্দা প্রদীপ দত্ত (৫৫) নামে ওই বৃদ্ধকে খুনের অভিযোগে পুলিশ টাকির বাসিন্দা সুজিত বিশ্বাস নামে ওই যুবককে গ্রেফতার করেছে। এদিকে, ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই নারী প্রদীপ এবং সুজিতের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন।
প্রদীপ বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করেন। সেই সূত্রেই টাকির বিবাহিত ওই নারীর সঙ্গে পরিচয়। তার সঙ্গে আগে থেকেই সুজিতের সম্পর্ক ছিল। শনিবার এক আত্মীয়কে দেখতে হাসপাতালে যান তিনি। সেখানে আগেই পৌঁছেছিলেন প্রদীপ। একটি দোকানে তিনি চা খাচ্ছিলেন। সেই সময় সুজিতকে ওই নারীর সঙ্গে কথা বলতে দেখেন।
সন্দেহ হওয়ায় সুজিতের দিকে তেড়ে যান। তার পরেই শুরু হয় বিবাদ। ঘুষিতে প্রদীপ জ্ঞান হারালে সুজিতকে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের হাতে তুলে দেয়া হয়। প্রদীপের ছেলে সুজিতের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আনন্দবাজার।
এসআইএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ গ্রীসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৫৪৫ অভিবাসী উদ্ধার
- ২ দক্ষিণ কোরিয়ায় টাক পড়া ‘বেঁচে থাকার প্রশ্ন’, স্বাস্থ্য বিমার নির্দেশ প্রেসিডেন্টের
- ৩ বিশ্ব গণমাধ্যমে প্রথম আলো-ডেইলি স্টারে হামলার খবর
- ৪ যুক্তরাজ্যের কারাগারে অনশন, ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মীর মৃত্যু ঝুঁকি
- ৫ সুদানের নতুন মৃত্যুনগরী কোরদোফান, ১৬ বেসামরিকের প্রাণহানি