ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিশ্ব অর্থনীতিতে যেভাবে প্রভাব ফেলবে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০

ব্যয় কম, কারখানা বন্ধ, ভেঙে পড়ছে বিশ্বের পণ্য সরবরাহের শৃঙ্খল। করোনাভাইরাস সংকটে শুধু চীনই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বিশ্ব। তবে এর সর্বোচ্চ প্রভাব এখনও পড়েনি। হয়তো কিছুদিনের মধ্যেই তা শুরু হবে বলে ধারণা বিশ্লেষকদের।

চীন তো বটেই, প্রাণঘাতী করোনাভাইরাস অন্যান্য দেশেও ছড়াচ্ছে দ্রুতগতিতে। মঙ্গলবার পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯২ জনে। শুধু চীনেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২৪ জন। আরও অন্তত ২৪টি দেশে ১৭৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। হংকং ও ফিলিপাইনে এই ভাইরাসে মারা গেছে দুজন। বিশেষজ্ঞদের মতে, আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে।

বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশে অন্তত সাড়ে চার কোটি মানুষ অবরুদ্ধ। ভাইরাস সংক্রমণের ফলে বেইজিং নববর্ষের ছুটি বাড়িয়েছে, শেয়ারবাজারে লেনদেন শুরুর দিন পিছিয়েছে। প্রায় ১০ দিন বন্ধ থাকার পর গত সোমবার শেয়ারবাজার খুললেও প্রথম দিনই মুখ থুবড়ে পড়ে লেনদেন। যদিও মঙ্গলবার সেই ধাক্কা কিছুটা কাটিয়ে উঠেছে।

jagonews24

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও তারল্য সংকট কাটাতে সোমবার ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান বাজারে ছেড়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্কেও ছাড় দিচ্ছে দেশটি।

অফিস-কারখানা বন্ধ

ভাইরাসে ভুক্তভোগী শুধু চীনের শেয়ারবাজারই নয়, অন্যান্য খাতেও রীতিমতো ধস নেমেছে। নববর্ষের বড় বড় সব আয়োজন বাতিল করা হয়েছে, পর্যকদের আনাগোনা নেই, বন্ধ সিনেমা হলগুলো। চীনজুড়ে স্টারবাকসের দুই হাজার আউটলেট বন্ধ, একই অবস্থা ম্যাকডোনাল্ডসের শতাধিক রেস্টুরেন্ট, ইউনিক্লোর ১৩০টি ও আইকিয়ার সব দোকানে।

মারাত্মক ক্ষতির মুখে পড়েছে চীনের পর্যটন খাত। বেশ কয়েকটি দেশ চীনভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ করেছে। ফ্লাইট বাতিল করেছে বেশিরভাগ বিমানপরিবহন সংস্থা। লুফথানসা, এর সহযোগী সুইস এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্স বেইজিং যাওয়া-আসার সব ফ্লাইট আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করেছে। চীনা কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের আপাতত বিদেশ ভ্রমণ স্থগিত করতে বলেছে এবং নিজ দেশে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ করেছে।

চীনে চলতি সপ্তাহেও বন্ধ থাকছে বেশিরভাগ অফিস, কল-কারখানা। ভক্সওয়াগেন, বিএমডব্লিউ, ভলভো, টয়োটা, টেসলাসহ বেশিরভাগ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তাদের বাৎসরিক ছুটি বৃদ্ধি করেছে। এশিয়ার অন্যতম বৃহৎ তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান চীনের সিনোপেক উৎপাদন কমিয়ে প্রতিদিন ছয় লাখ ব্যারেলে নামিয়ে এনেছে।

সার্স থেকে শিক্ষা

২০০২ সালের দিকে চীনে ছড়িয়ে পড়েছিল সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাস। সেই সময় দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, ধস নেমেছিল শেয়ারবাজারে। তবে ১৭ বছর পর দেশটির অর্থনীতি এখন অনেক বড়। সার্সের সময় বিশ্ব অর্থনীতিতে চীনের অবদান ছিল পাঁচ শতাংশের মতো। আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে তাদের অবদান ১৬ শতাংশেরও বেশি। সুতরাং স্পষ্টতই চীন এখন বিশ্ব অর্থনীতির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।

jagonews24

আইএফও ইনস্টিটিউটের অথনৈতিক বিশেষজ্ঞ টিমো ওলমারশসার বলেন, অর্থনীতির এবারের পরিণতি সার্স মহামারির চেয়েও ভয়াবহ হবে। ছয় মাসের মতো দীর্ঘস্থায়ী ওই সংকট চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমিয়ে দিয়েছিল এক শতাংশের মতো। এরপর থেকে দেশটির অর্থনৈতিক গুরুত্ব অনেক বেড়েছে। ফলে এবারের ক্ষতির হার আরও বড় হবে।

বড় দুর্ভোগ সামনে?

অনেক বিশেষজ্ঞ মনে করেন, অর্থনীতিতে করোনাভাইরাসের ক্ষয়ক্ষতি এখনও অনেক বাকি। বেইজিংয়ে জার্মান চেম্বার অব কমার্সের পরিচালক জেন্স হিডেলব্রান্ট বলেন, নববর্ষ ও বসন্ত উৎসব উপলক্ষে চীন এমনিতেই অচল ছিল। সব কারখানা তিন থেকে চার সপ্তাহ ধরে বন্ধ। ফলে স্বাভাবিকভাবেই পর্যটন বাদে বাকি সব শিল্পই স্থবির হয়ে পড়েছিল।

তিনি বলেন, চীনা সরকার ২ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়িয়েছে, কোনও কোনও শহরে তা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ফলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চাকরি ও উৎপাদনের ওপর কী প্রভাব ফেলবে তা আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহ থেকে দৃষ্টিগোচর হবে। কারণ, অভিবাসী কর্মীদের একটা বড় অংশই আসে উহান অঞ্চল থেকে; যা পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে। কেবল আগামী সপ্তাহেই পরিষ্কার হবে সাংহাই, বেইজিং ও চীনের দক্ষিণাঞ্চলে কতজন কাজে যোগ দিতে যাবে এবং উৎপাদন ও আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলায় ভাইরাসটি কতটা ক্ষতি করবে।

সরবরাহ শৃঙ্খলে আঘাত

জার্মানির ফরেন ট্রেড সার্ভিসেসের কর্মকর্তা জেরাল্ড উলফ বলেন, কিছুটা দেরি হলেও সরবরাহ শৃঙ্খল পুরোপুরি ভেঙে পড়বে এমন কোনও সম্ভাবনা এখনও দেখছি না। সুতরাং, ভয়ের কোনও কারণ নেই। জার্মান প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাস সংকট নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয় বলে জানান জেন্স হিডেলব্রান্ট। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু পরিকল্পনা করতে হলেও এই মুহূর্তে তারা শান্তই রয়েছে।

jagonews24

সতর্ক পদক্ষেপ নিচ্ছে জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চও (ডিআইডব্লিউ)। সংস্থাটির সভাপতি মার্সেল ফ্রাৎজার বলেন, করোনাভাইরাসের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে এত শিগগিরই সূক্ষ্ম বিশ্লেষণ সম্ভব নয়। চীনসহ বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ যদি প্রতিরোধ করা যায়, তাহলে অর্থনৈতিক ব্যয় কিছুটা সীমিত হবে এবং চীনে উৎপাদন ঘাটতি অল্প সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

সরবরাহে ধস নামবে?

কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির বিশেষজ্ঞ ক্লস-জার্গেন জার্ন বলেন, চীনে উৎপাদন বন্ধ দীর্ঘায়িত না হলেও এটি আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে বড় ধরনের ঝুঁকিতে ফেলবে।

বাকি বিশ্বের জন্য চীন গুরুত্বপূর্ণ সরবরাহকারী দেশ। স্থবির অবস্থা দীর্ঘায়িত হলে তা রাসায়নিক, মোটরগাড়ি, টেক্সটাইল ও ইলেকট্রনিক্স শিল্পের সরবরাহ শৃঙ্খল বাধাগ্রস্ত করতে পারে। এমনটি হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় যন্ত্রাংশ পাবে না এবং এর জন্য তাদের অন্য সরবরাহকারী খুঁজতে হবে। নতুবা উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ জার্ন।

ঠিক এমনটাই হয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের ক্ষেত্রে। প্রতিষ্ঠানটি মঙ্গলবার ঘোষণা দিয়েছে, আগামী সপ্তাহ থেকে তারা দক্ষিণ কোরিয়ায় গাড়ি উৎপাদন বন্ধ করে দিচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছে, গাড়িতে ব্যবহৃত তার না থাকায় তারা উৎপাদন চালিয়ে যেতে পারছে না। এসব তার আসতো মূলত চীন থেকে। কিন্তু দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে তার সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সূত্র : ডিডব্লিউ।

কেএএ/এসআইএস/এমকেএইচ

টাইমলাইন

  1. ১০:২৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৮৫৮
  2. ০৯:৩০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ উ. কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে গুলি করে হত্যা
  3. ০১:৪১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : ইরানে আরও দু’জনের মৃত্যু
  4. ১২:২৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস
  5. ১০:১০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসে মহামারির চেয়ে বড় বিপর্যয়ের শঙ্কা
  6. ০৯:৪০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৭০১
  7. ১০:৫১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ এক মাসের মধ্যেই করোনাভাইরাসের প্রতিষেধক!
  8. ০৮:৩৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ দক্ষিণ কোরিয়ায় আরও ২০ জন করোনায় আক্রান্ত
  9. ০৫:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসের প্রথম প্রতিষেধক পেল যুক্তরাষ্ট্র!
  10. ০৬:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ মাত্র ১০ মিনিটে বিয়ে সেরে রোগীর সেবায় হাসপাতালে চিকিৎসক
  11. ০৫:৪৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ করোনায় আক্রান্ত হওয়ার তথ্য গোপন করলে মৃত্যুদণ্ড : চীনা আদালত
  12. ০৫:৩৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ বিশ্বে কতটা বিস্তার লাভ করেছে করোনাভাইরাস
  13. ০৪:৩৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ চীনের ঠান্ডা বাতাসে হংকংয়ে করোনা ছড়ানোর গুজব
  14. ১২:৩৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ চীনের জন্য মাস্কসহ স্বাস্থ্য সামগ্রী পাঠালেন প্রধানমন্ত্রী
  15. ১১:০৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ ব্যাংক নোটকেও ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখছে চীন
  16. ০৯:৪১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ আশঙ্কা সত্যি হলো, ওয়েস্টারডামের যাত্রী করোনা আক্রান্ত
  17. ০৯:৩৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ করোনা আক্রান্ত চীনা দম্পতির অন্তিম মুহূর্তের ভালোবাসা
  18. ০৮:৪৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ ভারতে ১৭ জনের শরীরে করোনার লক্ষণ, হাসপাতালে ভর্তি
  19. ০৮:০০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনায় আক্রান্ত, মোট ৫
  20. ০৬:৩৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ করোনা চীনে, বিপদে ভারত
  21. ০৪:২১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ করোনায় ইউরোপে প্রথম মৃত্যু
  22. ০৪:১১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস নিয়ে পুলিশের ওয়ার্কশপ
  23. ১২:৪৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসের মাইক্রোস্কোপিক ছবি প্রকাশ
  24. ১২:১৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ করোনা আতঙ্কে ফেসবুকের বার্ষিক সম্মেলন বাতিল
  25. ১০:০০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ তলানিতে চীনের অর্থনীতি, করোনায় ক্ষতি ৩৩ লাখ কোটি
  26. ০৯:৫৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শীর্ষ সামরিক কর্মকর্তাকে সেই ‘গোপন ভাইরাস ল্যাব’র দায়িত্ব দিল চীন
  27. ০৭:১৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ করোনার ভয়ে লন্ডনের চায়নাটাউন খালি
  28. ০৬:২২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ চীনে ৬ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত দেড় সহস্রাধিক চিকিৎসাকর্মী
  29. ০৫:০১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ করোনা আতঙ্কে ১০ লাখ উইঘুর মুসলিম, গুরুত্ব দিচ্ছে না চীন সরকার
  30. ০৯:২৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ উহানে করোনা আক্রান্তের প্রকৃত সংখ্যা জানা নেই, স্বীকার করল চীন
  31. ০৯:০৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ চীনে করোনাভাইরাসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
  32. ০৯:৪৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ করোনা থেকে বাঁচতে মাথা ন্যাড়া করছেন চিকিৎসক নার্সরা (ভিডিও)
  33. ০৮:২৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনায় আক্রান্ত
  34. ০৭:২১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ উ. কোরিয়ায় সন্দেহভাজন করোনা আক্রান্তকে গুলি করে হত্যা
  35. ০৬:৩৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ করোনায় আক্রান্ত জাপানে প্রথম এক নারীর মৃত্যু
  36. ০৫:২৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ করোনায় হঠাৎ আক্রান্ত এবং মৃত্যু বাড়ল কেন?
  37. ০৩:১৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ চীনা ফ্লাইট যাচ্ছে ‘ফাঁকা’, আসার যাত্রীও কম
  38. ১২:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : প্রমোদতরীর ক্রুদের দিন কাটছে ভয়-আতঙ্কে
  39. ১০:২৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : রাশিয়ায় কোয়ারেন্টাইন থেকে ২ নারীর পলায়ন
  40. ০৫:০৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসের কারণে চীনে হচ্ছে না ‘ফর্মুলা ওয়ান’ টুর্নামেন্ট!
  41. ০৩:৫৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : পর্যটন প্রতিমন্ত্রী
  42. ০৩:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ ছেলের শরীরে করোনা, গুলি করে মারবে পুলিশ শুনেই মারা গেলেন মা!
  43. ০৩:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস আতঙ্কে ভারতীয়র আত্মহত্যা
  44. ০১:৪৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ করোনায় ইরানে একজনের মৃত্যু
  45. ০১:১৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ করোনায় আক্রান্ত কমছে
  46. ১০:৩৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ জাপানি প্রমোদতরীতে করোনায় আক্রান্ত বেড়ে ১৭৫
  47. ১০:০১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৮ মাসে তৈরি হবে করোনার ভ্যাকসিন
  48. ০৯:২৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাস্তবায়নে করোনাভাইরাসের বাধা
  49. ০৮:৩৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ চীনমুখী ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়াল আমেরিকান এয়ারলাইন্স
  50. ০৮:৪৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ চীনের ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোকে ঋণ দেবে আলিবাবা
  51. ০৬:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ আরব আমিরাতে ভারতীয় নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত
  52. ০৪:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ চীনের তিন শহরে জ্বর-কাশির ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা
  53. ০৩:৪১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ করোনাকে ‘স্রষ্টার প্রতিশোধ’ মন্তব্য সিঙ্গাপুরের শিক্ষকের
  54. ০৩:২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ করোনা আক্রান্ত মায়ের সুস্থ সন্তান প্রসব
  55. ০১:৩৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ ‘করোনায় আক্রান্ত হতে পারেন বিশ্বের ৬০ শতাংশ মানুষ’
  56. ১১:১৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস: ১৫ হাজার যাত্রী নিয়ে ভাসছে ৪ প্রমোদতরী
  57. ০৯:৫৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ ট্রাম্পের ‘গ্রীষ্মকালীন তত্ত্ব’: তাপমাত্রা বাড়লেই ভাইরাস দূর
  58. ০৯:০৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ ‘করমর্দনসহ প্রচলিত কিছু অভ্যাস পরিবর্তন সময়ের দাবি’
  59. ০৯:০১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : চীনে হাসপাতাল পরিদর্শন করছেন শি জিনপিং
  60. ০৮:৪১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস: একদিনে মৃত্যু আরও শতাধিক, মোট ১০১৬
  61. ০৩:০০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ নাগরিকদের সিঙ্গাপুরে সফর না করার পরামর্শ কাতার-কুয়েতের
  62. ০১:৪৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ জাপানি প্রমোদতরীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩০
  63. ০৯:৫৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ জাপানি প্রমোদতরীর আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত
  64. ০৯:০২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস: ২ ঘণ্টায় মৃত্যু আরও ৬, মোট ৯১০
  65. ০৮:৪৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ হংকংয়ে একসঙ্গে খাবার খেয়ে পরিবারের ৯ সদস্য করোনা আক্রান্ত
  66. ০৫:৫৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল
  67. ০৪:৫১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২০ চীনে বিশেষজ্ঞ দল পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  68. ০৯:২৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত প্রথম বাংলাদেশি
  69. ০৮:০১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসের লড়াইয়ে জিনপিংকে সহায়তার প্রস্তাব মোদির
  70. ০৭:০১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ চিকিৎসক লির মৃত্যুর পর চীনে রাজনৈতিক সংস্কারের বিরল দাবি
  71. ০৫:২৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ জবাব চান চীনের সেই ‘হিরো’ চিকিৎসকের মা
  72. ০৪:২২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস রোগী শনাক্ত হলে চিকিৎসা হবে যে চার হাসপাতালে
  73. ০২:০১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস: প্রতিদিন যেভাবে বেড়েছে মৃতের সংখ্যা
  74. ১২:৪৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ চীনফেরত শিক্ষার্থী রমেকে ভর্তি, মেডিকেল বোর্ড গঠন
  75. ১২:২৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ যাত্রী স্ক্রিনিংয়ে এখনও হ্যান্ডহেল্ড ইনফ্রারেড থার্মোমিটারই ভরসা
  76. ১১:৩৯ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরা সাংবাদিক নিখোঁজ
  77. ১১:১১ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : জনশূন্য চীন ও হংকংয়ের বিলাসবহুল মল
  78. ১০:২৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : একদিনে প্রাণহানিতে নতুন রেকর্ড
  79. ০৯:২৭ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস: চীনের পর সর্বাধিক আক্রান্ত সিঙ্গাপুরে
  80. ০৯:২৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশ কতটা প্রস্তুত?
  81. ০৭:০১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০ ‘ভর্তিশূন্য’ ঢাকা মেডিকেলের আইসোলেশন ইউনিট
  82. ০৭:০০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস ছড়িয়েছে এই প্রাণী থেকে!
  83. ০৬:৩৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০ করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি হাসপাতাল চালু
  84. ০৫:০৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০ সত্যিই কি করোনা আক্রান্ত ২০ হাজার রোগীকে মেরে ফেলতে চায় চীন?
  85. ০১:২৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০ থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭
  86. ০১:০৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০ ২৫ ফ্লাইটের সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত
  87. ১১:৩৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : চীনে মার্কিন নাগরিকের মৃত্যু
  88. ১১:১৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের ১০ গুণ
  89. ০৮:৪৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : চীনে বাড়ছে লাশের মিছিল
  90. ১০:০৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০ চীনফেরত যাত্রীদের শারীরিক অবস্থা স্থিতিশীল
  91. ০৯:৫০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০ আইফোন তৈরি বাদ দিয়ে মাস্ক তৈরিতে নেমেছে ফক্সকন
  92. ০৭:৪৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস আতঙ্কের মধ্যে গণবিয়ের হিড়িক
  93. ০২:০৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : কোন দেশে আক্রান্ত কত?
  94. ০১:২৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস উত্তর কোরিয়ায় নেই কেন?
  95. ১১:৩৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসের বিরুদ্ধে ‘জনযুদ্ধ’ ঘোষণা
  96. ১০:২৯ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০ কমছে তেলের উৎপাদন, বাড়ল দাম
  97. ০৯:৫০ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০ চীন-তাইওয়ান দ্বন্দ্বের বলি উহানে আটকে পড়া তাইওয়ানিজরা!
  98. ০৯:৩৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০ চীন ভ্রমণ করলে সৌদি ফিরতে পারবে না প্রবাসীরা
  99. ০৮:৪৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০ জাপানি প্রমোদতরীর আরও ৪১ যাত্রীর শরীরে করোনাভাইরাস
  100. ০৯:০৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ লক্ষণ দেখা না দিলে শরীর থেকে ছড়াবে না করোনাভাইরাস
  101. ০৮:১৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ চীনের আকাশে বাতাসে বাঁচার আকুতি
  102. ০৬:২৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব বাঁচাতে একটি প্রদেশকেই বলি দিচ্ছে চীন
  103. ০৫:৫০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : বিশ্বজুড়ে জাহাজ-বিমানে পণ্য পরিবহনে বিপর্যয়
  104. ০৫:১৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ বাংলাদেশে চীনা নাগরিক ও কোম্পানির জন্য দূতাবাসের নির্দেশনা
  105. ০৪:৩৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ভুল তথ্য দিচ্ছে চীন : তাইওয়ান
  106. ০৪:০৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন চীন ফেরতরা
  107. ০৩:০১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের ১৭০০ পণ্যের আমদানি শুল্ক অর্ধেক করলো চীন
  108. ০১:৫৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস প্রতিরোধে কতটুকু প্রস্তুত বাংলাদেশ?
  109. ১২:৫৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস: মরদেহ পোড়ানোর ধোঁয়ায় ছেয়ে গেছে উহান!
  110. ১২:৪৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস: পোড়ানো হচ্ছে মরদেহ, দেখার সুযোগ নেই স্বজনদের
  111. ১১:৫৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : ১০ কোটি ডলার দান করবেন বিল গেটস দম্পতি
  112. ০৯:৫২ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : বিমান কর্মীদের অবৈতনিক ছুটির নির্দেশ
  113. ০৯:৪৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০ ভুল করে ফাঁস হলো করানোভাইরাসের ‘আসল’ তথ্য?
  114. ১০:০৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ চীনের ডাক্তার-নার্সদের মুখের দিকে তাকানো যাচ্ছে না
  115. ০৮:৫২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ অসুস্থ মায়ের সন্তান প্রসব, নবজাতকও করোনা আক্রান্ত
  116. ০৮:৩৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : ভারতীয় ট্রাকচালক-হেলপারদেরও স্বাস্থ্য পরীক্ষা
  117. ০৮:১২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস আতঙ্ক, নিয়ন্ত্রিত হতে পারে কিছু চীনা পণ্য
  118. ০৩:৩৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব অর্থনীতিতে যেভাবে প্রভাব ফেলবে করোনাভাইরাস
  119. ০৩:২৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ উহান থেকে ৩ শতাধিক নাগরিককে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  120. ০২:১২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর সুযোগ তৈরি হয়েছে : ডব্লিউএইচও
  121. ০১:৪৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : আসিয়ানভুক্ত দেশগুলোর পর্যটন শিল্পে ধস
  122. ০১:২৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ ‘কোয়ারেন্টাইনে যাওয়ার চেয়ে বাড়িতেই মরা ভালো’
  123. ১২:১৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত-মৃতের সংখ্যা অনেক বেশি
  124. ১২:০৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ চীনে খাদ্য-পানি সংকটে বাংলাদেশি শিক্ষার্থীরা, দেশে ফেরার আকুতি
  125. ১১:৩১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস: চীনফেরত নাগরিকদের সাইবেরিয়া পাঠাবে রাশিয়া
  126. ১০:০২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনাভাইরাস আক্রান্ত ৮৯২ জন
  127. ০৯:৫৬ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ জাপানি প্রমোদতরীতে ১০ জনের শরীরে করোনাভাইরাস
  128. ০৯:২৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ চীনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের পরিবারে আতঙ্ক
  129. ০৯:১৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসে আক্রান্তদের দুই-তৃতীয়াংশই পুরুষ
  130. ০৮:৪৩ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : একদিনে মৃত্যু ৬৫, মৃতের সংখ্যা ৪৯২
  131. ০৬:৩৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসের ভয়াবহ থাবা পড়ছে আকাশপথে
  132. ০৪:৫৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০ ‘মাস্ক নেই’ বলে দাম ঠেকলো ১৭৫০ টাকায়
  133. ০৪:০৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০ করোনা আতঙ্ক : চীনাদের সব ভিসা বাতিল করল ভারত
  134. ০৩:১৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০ বেলজিয়ামে ‘সুস্থ’ ব্যক্তির শরীরে করোনাভাইরাস
  135. ০১:৩৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : ত্রুটির কথা স্বীকার করল চীন
  136. ১২:৪১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : কেরালায় বিপর্যয় ঘোষণা, ছুটি বাতিল
  137. ১০:২৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০ চীনকে আগাম সতর্কবার্তা দেয়া সেই চিকিৎসকও করোনায় আক্রান্ত
  138. ১০:০৮ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসে এবার হংকংয়ে একজনের মৃত্যু
  139. ০৯:৩৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস: ৩৭০০ যাত্রী নিয়ে বিচ্ছিন্ন জাপানি প্রমোদতরী
  140. ০৮:৩৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০ ভয়াবহ পরিস্থিতিতে চীন, করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪২৬
  141. ০৯:৪৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : চীনে ফ্ল্যাগশিপ স্টোর বন্ধ করেছে স্যামসাং
  142. ০৯:০৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ চীনে কুকুর বিড়ালের পর মুরগি নিধনের হিড়িক
  143. ০৬:৪৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ মহামারি ঠেকাতে সাহায্যের আকুতি চীনের
  144. ০৬:২১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ হাসপাতালে ভর্তি ৮ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত নন
  145. ০৬:০৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ চীন থেকে ৩১২ বাংলাদেশিকে ফেরাতে খরচ ২ কোটি ৩০ লাখ
  146. ০৪:৫৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ করোনা আক্রান্ত মায়ের সুস্থ সন্তান প্রসব
  147. ০৪:৩২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ চীনে যাওয়া পাইলট-ক্রুদের ঢুকতে দিচ্ছে না অন্যদেশ
  148. ০৪:১৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসে সহায়তা না করে আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র : চীন
  149. ০২:৫৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ ১০ দিনে নির্মিত হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা শুরু
  150. ০১:৩৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস আতঙ্ক : খাদ্য সংকটের আশঙ্কায় মজুতের হিড়িক
  151. ১২:৩৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ লাগামহীন করোনাভাইরাসে আতঙ্ক, চীনের শেয়ারবাজারে ধস
  152. ১১:৫৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ বাংলাদেশে ঢুকে চীনা নাগরিকদের ১৪ দিন ‘গৃহবন্দি’ থাকতে হবে
  153. ১১:১৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস: চীনে ‘অবরুদ্ধ’ আরও এক শহর
  154. ১০:৩৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ ‘এর চেয়ে চীনে থাকাটাই ভালো ছিল’
  155. ০৯:৩৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসের ওষুধ পেয়ে গেছেন থাই চিকিৎসকরা!
  156. ০৮:২৯ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১
  157. ০৯:০৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ ভাইরাসের আতঙ্কে চীনে কুকুর বিড়াল হত্যার হিড়িক
  158. ০৪:১৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ চীন ফেরত বাংলাদেশিরা ভালো আছেন
  159. ০৩:৪৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : দাতাদের স্বাস্থ্য সামগ্রীর ওপর শুল্ক বাতিল করল চীন
  160. ০৩:৩৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ চালু হচ্ছে চীনের আরও একটি হাসপাতাল
  161. ০৩:১৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ নাবিকদের স্ক্যানিংয়ের মাধ্যমে বন্দরে ঢোকার অনুমতি
  162. ০১:৪১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস : উহান থেকে ১০ শিক্ষার্থীকে দেশে ফেরাল সৌদি
  163. ০১:১১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ মাস্ক সংকট, ফলের খোসা-বোতল দিয়ে মুখ ঢাকছে চীনারা
  164. ১২:৩৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ ভারতে করোনাভাইরাসে দ্বিতীয় রোগী শনাক্ত
  165. ১১:২৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ ২য় ধাপে চীন থেকে ৩২৩ জনকে দেশে ফেরাল ভারত
  166. ১১:০৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস ঠেকাতে ‘পুওর পারফরম্যান্স’ : চীনে ৬ জন বরখাস্ত
  167. ১১:০৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ এবার চীন ফেরত বিদেশি নাগরিকদের ওপর নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা
  168. ১০:০৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ চীন ফেরতদের জন্য সীমান্ত বন্ধ করেছে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া
  169. ১০:০০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসের ছোবল চীনের বাইরে : প্রথম মৃত্যু ফিলিপাইনে
  170. ০৯:১১ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২০ ইউরোপের সহায়তা চাইছে চীন
  171. ০৯:৪০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস ঠেকাতে বিয়ের অনুষ্ঠানে লাগাম চীনের
  172. ০৪:৫০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ চীন থেকে ফিরেছেন ৩১২ জন, কুর্মিটোলায় ১০
  173. ০২:০১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস সারবে গোমূত্র-গোবরে : হিন্দু মহাসভার প্রেসিডেন্ট
  174. ০১:৫৩ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ উহানে করোনাভাইরাস জয় করে সুস্থ জীবনে ২০ জন
  175. ১২:৩৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাস থেকে দূরে থাকতে করণীয়
  176. ১২:২৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ চীন থেকে ফিরেছে বিমান, জ্বর থাকায় ৮ জনকে নেয়া হচ্ছে কুর্মিটোলায়
  177. ১২:০৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ করোনা আতঙ্ক কাটছে না সানি লিওনের
  178. ১০:৫৫ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ সম্প্রতি চীনফেরত বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ
  179. ০৯:৫৫ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ উহান থেকে দেশের পথে ৩১৪ বাংলাদেশি
  180. ০৯:৩৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ চীন থেকে ৩২৪ জনকে ফিরিয়ে আনলো ভারত
  181. ০৮:৫৬ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ চীনা নাগরিকদের ওপর ৬২ দেশের বিধিনিষেধ আরোপ
  182. ০৮:৪০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯, আক্রান্ত ১১ হাজার
  183. ০৮:২৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২০ রাতে আসেনি, সকাল ৯টায় পৌঁছানোর কথা উহানের বিশেষ ফ্লাইট
  184. ১১:৫৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ আশকোনা ক্যাম্পে অর্ধশত স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর নির্ঘুম রাত
  185. ১০:০৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হচ্ছে চীন, ফ্লাইট বন্ধের হিড়িক