টাইমের বর্ষসেরা মেরকেল
বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বুধবার তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব খেতাব দেয়ার ঘোষণা দিয়েছে টাইম ম্যাগাজিন। টাইমের চলতি বছরের চূড়ান্ত সংখ্যার প্রচ্ছদে শোভা পাবে বিশ্বের প্রভাবশালী এ নারীর। যদিও অনলাইন সংস্করণেই প্রচ্ছদটি প্রকাশিত হয়েছে।
সাময়িকীটির ব্যবস্থাপনা সম্পাদক ন্যান্সি গিবস জানান, ২০১৫ সালে সীমান্ত খুলে লাখো শরণার্থীকে আশ্রয় দেয়া, ইউরোপের ঋণ সংকট, ইউক্রেন-রাশিয়া উত্তেজনা ও প্যারিস হামলা ইস্যুতে ইউরোপীয় নেতা হিসেবে দক্ষ নেতৃত্ব তাকে এ সম্মান এনে দিয়েছে।
সাময়িকীটির বিবেচনায় এবারের বর্ষসেরা ব্যক্তিত্বদের মধ্যে মেরকেলের পর ক্রমানুসারে রয়েছেন জঙ্গি গোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদী, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মুসলমানদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যকারী ডোনাল্ড ট্রাম্প, অধিকার সংগঠন ব্ল্যাক লাইভস ম্যাটারের কর্মী এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
এসএইচএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এআই ভিডিওতে ‘বিশ্বসেরা’, ইউটিউব চ্যানেলে বছরে আয় ৩৮ কোটি রুপি
- ২ পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করবে বিজেপি: অমিত শাহ
- ৩ সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ নিয়ে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- ৪ ২০২৫ সালে এআই বিপ্লব: যেসব কাজে বদলে দিলো বিশ্ব
- ৫ ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার