চিতাবাঘ আতঙ্কে শতাধিক স্কুল বন্ধ
চিতাবাঘ আতঙ্কে ভারতের কর্ণাটক প্রদেশের রাজধানী ব্যাঙ্গালুরুতে শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকদিন ধরে ওই এলাকার একটি স্কুলে চিতাবাঘের উপস্থিতি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর বৃহস্পতিবার স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাঙ্গালুরের হোয়াইটফিল্ড এলাকার ভিবজিওর স্কুলের রোববার স্থানীয় সময় সকালে একটি পুরুষ চিতাবাঘের উপস্থিতি ক্যামেরায় ধরা পড়ে। স্কুলে চিতাবাঘের হামলায় অন্তত ৪ জন আহত হয়। পরে বেশ কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে বন কর্মকর্তারা চিতাবাঘটিকে আটক করতে সক্ষম হয়।
গত দুদিনে আরও কয়েকটি চিতাবাঘের উপস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে স্কুল বন্ধ করা হয়। এনডিটিভির খবরে জানানো হয়েছে, একই স্কুলের কাছে বুধবার দুটি চিতাবাঘ দেখা গেছে বলে স্থানীয়রা জানান। চিতাবাঘের ভয়ে বন্ধ শতাধিক সরকারি-বেসরকারি স্কুল কাল খোলা হবে কি না, এ বিষয়ে আজ সন্ধ্যায় বৈঠকে বসবেন কর্মকর্তারা।
ওই এলাকায় চিতাবাঘের উপস্থিতির কারণে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ ৫৩ সরকারি স্কুলসহ ১২৯টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে।
এসআইএস/পিআর