আঙ্কারা বিস্ফোরণে সিরীয় কুর্দিরা দায়ী
আঙ্কারায় গাড়িবোমা বিস্ফোরণে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হওয়ার ঘটনায় সিরিয়ার সশস্ত্র কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের দায়ী করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।
তুর্কি প্রধানমন্ত্রী বলেছেন, তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিদের সঙ্গে সমন্বয় করে ওয়াইপিজি ওই হামলা চালিয়েছে। তিনি একজন হামলাকারীর নাম প্রকাশ করেছেন।
আহমেত দাভুতগলু বলেন, সিরীয় নাগরিক এবং সিরিয়ান কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এর সদস্য সালিহ নেসার ওই হামলায় অংশ নেন। ওয়াইপিজিকে সহায়তা না করার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকায় অন্তর্ভূক্ত করারও আহ্বান জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে তুরস্কের সংসদ ভবনের কাছে সামরিক বাহিনীর একটি হাউজিং কমপ্লেক্সের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হয়। তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু হামলার পর নির্ধারিত ব্রাসেলস সফর বাতিল করেছেন। এছাড়া তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হামলার সমুচিত জবাব দেয়া হবে বলে হুমকি দিয়েছেন।
এসআইএস/পিআর