শান্তিতে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আজ
ফাইল ছবি
নাগরিকদের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখা বেলারুশের কারাবন্দি মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস কর্তৃপক্ষের হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হবে শনিবার (১০ ডিসেম্বর)।
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে এ শান্তি পুরস্কার তুলে দেওয়া হবে। বিজয়ীরা পাবেন ৯ লাখ মার্কিন ডলার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, নরওয়ের রাজধানী অসলোতে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। তবে অ্যালেস বিয়ালিয়াৎস্কি কারাগারে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করবেন তার স্ত্রী।
বেলারুশের মানবাধিকার কর্মী ও রাশিয়া-ইউক্রেনের মানবাধিকার সংস্থাকে শান্তি পুরস্কারে ভূষিত করার ব্যাপারে নোবেল কমিটি বলেছে, বিজয়ীরা যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহ, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো সামনে তুলে এনেছেন। শান্তি ও গণতন্ত্রের জন্য সুশীল সমাজের গুরুত্ব তুলে ধরেছেন।
পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি বিজয়ীদের সম্পর্কে বলে, বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি আশির দশকের মাঝামাঝি সময়ে বেলারুশে গণতন্ত্র আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি নিজ দেশে গণতন্ত্রের প্রচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। এ কারণে বিয়ালিয়াৎস্কি ২০২০ সাল থেকে বিনাবিচারে কারাগারে আটক রয়েছেন।
এদিকে, নোবেলজয়ী রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার কর্মীরা এ সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এ সংস্থার সদস্যরা যারা কমিউনিস্ট শাসনের নিপীড়নের শিকার ব্যক্তিদের স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন।
তাছাড়া চেচেন যুদ্ধের সময় রাশিয়া ও রাশিয়াপন্থী বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর ক্ষমতার যে অপব্যবহার ও যুদ্ধাপরাধ করেছিল, সেসবের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই করে মেমোরিয়াল।
এ বছর যৌথভাবে শান্তিতে নোবেল পায় ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস। এ সংস্থাটি ইউক্রেনে মানবাধিকার ও গণতন্ত্র এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
এ বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হলে ইউক্রেনের জনগণের ওপর রাশিয়ার যুদ্ধাপরাধ শনাক্ত ও নথিভুক্ত করার কাজ করে যাচ্ছে সেন্টার ফর সিভিল লিবার্টিস।
সূত্র: আল জাজিরা
এসএএইচ