ত্রিপুরায় বাংলাদেশি ভিসা কার্যালয় বন্ধ, বিপাকে নাগরিকরা
আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন
ত্রিপুরা প্রতিনিধি
বিধানসভা নির্বাচন কেন্দ্র করে রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশ ভিসা কার্যালয় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ নাগরিকদের অনেকে। জরুরি কাজ ও ভ্রমণের ইচ্ছা থাকলেও তারা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যেতে পারছেন না।
বাংলাদেশের সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ বিধানসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকেই বন্ধ রাখা হয়েছে আগরতলার ভিসা কাউন্টার। কার্যালয়টি রোববার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত বন্ধ থাকবে। সোমবার থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন>> ত্রিপুরায় বিধানসভা নির্বাচন/ উৎসবের আমেজে শেষ হলো ভোট
আরও পড়ুন>> যশোর রোডের ৩০৫ গাছ কাটার অনুমতি দিলেন ভারতের সুপ্রিমকোর্ট
আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের পক্ষে প্রথম সচিব ও দুতালয় প্রধান রেজাউল হক চৌধুরী বলেন, ভিসা কার্যালয়টি বন্ধ থাকায় অনেকেই পাসপোর্ট নিতে পারছেন না। তবে সোমবার থেকে কার্যালয়টির কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চলবে।
গত বৃহস্পতিবার ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভা নির্বাচন শেষে হয়েছে। নির্বাচনে অনেক রাত পর্যন্ত ভোটদান পর্ব চলার কারণে ভোটের হার ৯০ শতাংশের বেশি হতে পারে বলে জানায় রাজ্য নির্বাচন কমিশন। ২ মার্চ একযোগে সবকটি রাজ্য বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন>> শ্রম বিক্রির হাটজুড়ে হতাশা
এসএএইচ