ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কিউবা গেলেও ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে দেখা করবে না ওবামা

প্রকাশিত: ০৪:৩৯ এএম, ১০ মার্চ ২০১৬

ঐতিহাসিক এক সফরে কিউবা যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে রাষ্ট্রীয় নানা কর্মসূচীতে অংশ নিলেও দেশটির কিংবদন্তী নেতা ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে বৈঠক করবেন না ওবামা। হোয়াইট হাউজের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্টের এক নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ শেষে ওবামা দেশটির ভিন্নমতাবলম্বী রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবেন।

এ মাসের শেষের দিকে দেশটিতে সফরে যাবেন ওবামা। ১৯২৮ সালের পর এই প্রথম দায়িত্বে থাকা অবস্থায় একজন মার্কিন প্রেসিডেন্ট কিউবা সফরে যাচ্ছেন।

স্নায়ু যুদ্ধের সময়ে সৃষ্ঠ বৈরিতা কাটিয়ে, মাত্র গত জুলাইয়ে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। বলা হচ্ছে, এটি প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রীর বৃহত্তর লাতিন অ্যামেরিকা সফরেরই একটি অংশ।

আরএস/আরআইপি